সংক্ষিপ্ত

ভারত, মায়ানমার, জাপানের ভূকম্পনের মধ্যেই একই সপ্তাহে বারবার কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। 

ফেব্রুয়ারি মাসে সারা পৃথিবী জুড়ে অব্যাহত রইল ভূমিকম্পের আতঙ্ক। চলতি সপ্তাহেই ভূকম্পনের জেরে বৃহস্পতিবার প্রায় সারা দিন এবং রাত জুড়ে কেঁপেছে আফগানিস্তানের মাটি। বুধবার মধ্যরাত থেকে শুরু হয়ে বৃহস্পতিবার রাত প্রায় ১০টা পর্যন্ত চলেছে কম্পন এবং আফটার শক। তারপর আবার শনিবার মধ্যরাতে কেঁপে উঠল আফগানিস্তানের ফৈজাবাদ।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, শনিবার রাত প্রায় ২টো বেজে ১৪ মিনিট নাগাদ ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানের ফৈজাবাদ থেকে প্রায় ২৭৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব দিকে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৩। মাটি থেকে প্রায় ১৮০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয় এই কম্পন।

মধ্যরাতে আবার আচমকা মাটি কেঁপে ওঠায় আতঙ্কে পড়ে যান তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকার মানুষ। রবিবারও আফটার শক হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। তবে, এই কম্পনের জেরে রবিবার সকাল পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 


আরও পড়ুন-

রবিবার কতটা বদলে গেল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন ভারতের কোন শহরে কত হল আজকের লেটেস্ট দর
কোচবিহারের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয়ে বড়সড় হামলার অভিযোগ, রাজ্যের সব থানার সামনে বিক্ষোভের ডাক দিল বিজেপি
বঙ্গ জুড়ে ছড়িয়ে পড়ছে বাতাসের আর্দ্রতা, একটানা বৃষ্টির মধ্যেই কোনও কোনও জেলায় চলবে কুয়াশার দাপট