সংক্ষিপ্ত
- অনেকেই ভাতের চেয়ে রুটি বেশি পছন্দ করেন
- আজকের রেসিপি একেবারেই তাঁদের জন্য
- একঘেয়ে স্বাদ বদলাতে ট্রাই করুন এই পদ
- রইল টারকিস ব্রেড এর সহজ রেসিপি
একঘেয়ে পদ থেকে মুক্তি পেতে, বানিয়ে দেখুন এই রেসিপি। এটি বানানো খুবই সহজ। আর খেতেও দারুন। বাড়িতে বানিয়েও নিতে পারবেন সহজেই। আর নতুন নতুন রেসিপি কিন্তু বানাতে যারা ভালোবাসেন তাঁদের জন্য এই রেসিপি একেবারে অনবদ্য। আজ রইল সে রকমই এক রেসিপি যা ছোটরা খুব পছন্দ করবে। ভাতের থেকেও যারা রুটি খেতে বেশি পছন্দ করেন, আজকের রেসিপি একেবারেই তাঁদের জন্য।
চটজলদি একটু স্বাদ বদলের জন্য ট্রাই করুন এটি। তবে আর দেরি না করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন টারকিস ব্রেড বানিয়ে। একেবারে সহজ পদ্ধতিতে কীভাবে এই পদ বানাবেন রইল তার হদিশ। দেখে নিন কিভাবে রেস্তোরাঁর স্বাদে বাড়িতেই বানাবেন টারকিস ব্রেড রইল সহজ রেসিপি-
বিশেষ করে যারা রান্না করে খাওয়াতে ভালোবাসেন, তাঁদের কথা মাথায় রেখেই আজ রয়েছে অন্য স্বাদের ব্রেড রেসিপি। ঘরের হাতের রুটি, নান, কুলচা থেকে একেবারে অন্য স্বাদের এই রুটি। যে কোনও সাইড ডিশের সঙ্গে এই রুটি একেবারে জমে যাবে।