সংক্ষিপ্ত

  • অনেক দিন ধরেই ঘরবন্দি সকলে
  • এমন অবস্থায় ভালোমন্দ খাওয়ার মন করছে
  • ঘরের বাইরে যাওয়া একেবারে নিষেধ
  • ঘরোয়া উপাদানেই বাড়িতেই সহজে তৈরি হবে পিৎজা
     

ঘরে আটকে থাকা অবস্থায় মোবাইল খুললেই একের পর এক খাবারের পোস্ট। যা দেখে ছোট থেকে বড় সবাই কুপোকাৎ। করোনা ভাইরাস হোক বা লকডাউন বাঙালি খাওয়ার পেলে আর কারও ধার ধারে না। এমন পরিস্থিতিতে দোকান খোলা না থাকলে কি হবে বাড়িতেই তৈরি হচ্ছে যাবতীয় মন পসন্দ খানা। নেট দুনিয়ার দৌলতে এমন বহু রেসিপি সামনে এসেছে যার ফলে এই লকডাউনে বাড়িতে জিলিপি থেকে ডালগোনা সব হিট।

তবে এর মধ্যেই এমন এক ভিডিও ভাইরাল হয়েছে, যা নজর কড়েছে তাবড় তাবড় সেলিব্রিটিদেরও। বাড়িতেই চোখের পলকে তৈরি হচ্ছে নানান খাবার। যা এর আগে বাড়িতে তৈরির কথা কেউ ভাবেওনি। চিজ, মাইক্রোওভেন, ইস্ট এই সমস্ত জিনিস ঘরে না থাকলেও একেবারে রোস্তোরাঁর স্বাদের পিৎজা বানাতে পারবেন বাড়িতেই। সাধারণ সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হবে সুস্বাদু পিৎজা। এই ভিডিও ইতিমধ্যেই প্রায় কয়েক ১০ কোটি বার দেখা হয়েছে। দেখে নিন ভিডিওটি-

সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় পিৎজা। আর লোভনীয় পদ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই । অফিস থেকে স্কুল সব জায়গায় এর দৌরাত্ম সমান। তাই আর দেরি না করে বাড়িতেই বানিয়ে নিন পিৎজা।