সংক্ষিপ্ত
- প্রয়াত প্রাক্তন ফুটবলার কার্লটন চ্যাপম্যান
- হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দেশের অন্যতম সেরা উইঙ্গারের
- দু'দফায় পাঁচ বছর ইস্টবেঙ্গলে খেলেছিলেন তিনি
- সদস্য ছিলেন ক্লাবের জাতীয় লিগজয়ী দলের
কলকাতায় খেলতে এসে হয়ে উঠেছিলেন লাল-হলুদ জনতার নয়নের মণি। দীর্ঘদিন দাপটের সঙ্গে খেলেছেন জাতীয় দলে, নেতৃত্ব দিয়েছেন দেশকে। প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার কার্লটন চ্যাপম্যান। মাত্র ৪৯ বছর বয়েসে। শোকের ছায়া ফুটবলমহলে।
ভারতীয় ফুটবলে অন্যতম সেরা উইঙ্গারের নাম কার্লটন চ্যাপম্যান। দু'দফায় পাঁচটি মরশুম কাটিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে। ২০০১ সালে ইস্টবেঙ্গলকে জাতীয় ফুটবল লিগ জিতিয়ে অবসর নেন তিনি। প্রথম মরশুমেই এশিয়ান উইনার্স কাপে লাল-হলুদ জার্সি গায়ে হ্যাটট্রিক করেছিলেন কার্লটন। ১৯৯৫ সালে তারকাখচিত দল গড়ে ভারতীয় ফুটবলে শোরগোল ফেলে দিয়েছিল জেসিটি। ঐতিহাসিক টিমেরও সদস্য় ছিলেন কার্লটন চ্যাপমান। মাত্র তিন মরশুমে ছোট-বড় মিলিয়ে জিতেছিলেন ১৪টি ট্রফি।
১৯৯১ থেকে ২০০১। প্রায় একদশক নিয়মিত দেশের জার্সি গায়ে খেলেছেন কার্লটন চ্যাপম্যান। বেশ কিছুদিন ছিলেন অধিনায়ক। খেলার ছাড়ার পর কোচিং-এ মন দেন দেশের অন্যতম সেরা এই উইঙ্গার। টাটা ফুটবল অ্যাকাডেমি তো বটেই, রয়্যাল রেঞ্জার্স, রয়্যাল ওয়াহিংডো, ভবানীপুর, স্টুডেন্টস ইউনিয়ন, কোয়ার্টজ এফসি-র মতো ক্লাবে কোচিং করিয়েছেন চ্যাপম্যান। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল এদেশের ফুটবলে।