সংক্ষিপ্ত

• প্রকাশিত হল আইএসএল ২০২০-২১ মরশুমের প্রথম ১১ রাউন্ডের সূচি
• বাকি সূচি প্রকাশিত হবে ডিসেম্বর মাসের শেষ দিকে
• প্রথম ম্যাচে মুখোমুখি এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স
• লিগের দ্বিতীয় সপ্তাহেই আইএসএলে প্রথমবার অনুষ্ঠিত হবে কলকাতা ডার্বি

যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল এই বছরের ইন্ডিয়ান সুপার লিগের সময়সূচি। আগামী ২০ নভেম্বর গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের নতুন অবতার এটিকে-মোহনবাগান এবং গতবারের আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনার দল কেরালা ব্লাস্টার্সের মধ্যে ম্যাচের মাধ্যমে শুরু হবে আইএসএল ২০২০-২১ মরশুমের পথচলা। আইএসএল এর অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব পেজে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ঘোষিত হয়েছে আইএসএল এর লিগ পর্যায়ের সূচি। তবে আপাতত প্রথম ১১টি রাউন্ডের ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। এর পরবর্তী ম্যাচগুলির সূচি প্রকাশিত হবে ডিসেম্বর মাসে। এএফসি কাপের ম্যাচের সূচি দেখে সেই অনুযায়ী বাকি অংশের সূচি নির্ধারিত হবে বলে জানা গিয়েছে। 

১১ টি রাউন্ডের প্রতিটি সপ্তাহে কোনও না কোন একটি দলকে একটি সপ্তাহ করে বিশ্রাম দেওয়া হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে। সেই নিয়ম মেনেই আইএসএল-এর শুরুর সপ্তাহে বিশ্রাম পাবে ইস্টবেঙ্গল। তারপর দ্বিতীয় ম্যাচ-ডে তেই ধামাকা। আইএসএল এর ইতিহাসের প্রথম কলকাতা ডার্বি দিয়ে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর। এখন থেকেই সেই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তা বাদে এখনও অবধি প্রকাশিত সূচি অনুযায়ী দুই প্রধান এটিকে-মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গলের ম্যাচের দিনক্ষণ নীচে উল্লেখ করা হল –

২০ নভেম্বর, ২০২০ (সন্ধ্যে ৭.৩০) – কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে-মোহনবাগান (জিএমসি বাম্বোলিম স্টেডিয়াম)

২৭ নভেম্বর, ২০২০ (সন্ধ্যে ৭.৩০) – এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে-মোহনবাগান (তিলক ময়দান)

১ ডিসেম্বর, ২০২০ (সন্ধ্যে ৭.৩০) – মুম্বই সিটি এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল (জিএমসি বাম্বোলিম স্টেডিয়াম)

৩ ডিসেম্বর, ২০২০ (সন্ধ্যে ৭.৩০) –  এটিকে-মোহনবাগান বনাম উড়িষ্যা এফসি (ফতোরদা স্টেডিয়াম)

৫ ডিসেম্বর, ২০২০ (সন্ধ্যে ৭.৩০) – নর্থইস্ট ইউনাইটেড বনাম এসসি ইস্টবেঙ্গল (তিলক ময়দান)

৭ ডিসেম্বর, ২০২০ (সন্ধ্যে ৭.৩০) – জামশেদপুর এফসি বনাম এটিকে-মোহনবাগান (তিলক ময়দান)

১০ ডিসেম্বর, ২০২০ (সন্ধ্যে ৭.৩০) – এসসি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি (তিলক ময়দান)

১১ ডিসেম্বর, ২০২০ (সন্ধ্যে ৭.৩০) – এটিকে-মোহনবাগান বনাম হায়দ্রাবাদ এফসি (ফতোরদা স্টেডিয়াম)

১৫ ডিসেম্বর, ২০২০ (সন্ধ্যে ৭.৩০) – হায়দ্রাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল (তিলক ময়দান)

১৬ ডিসেম্বর, ২০২০ (সন্ধ্যে ৭.৩০) – এটিকে-মোহনবাগান বনাম এফসি গোয়া (ফতোরদা স্টেডিয়াম)

২০ ডিসেম্বর, ২০২০ (সন্ধ্যে ৭.৩০) – কেরালা ব্লাস্টার্স বনাম এসসি ইস্টবেঙ্গল (জিএমসি বাম্বোলিম স্টেডিয়াম)

২১ ডিসেম্বর, ২০২০ (সন্ধ্যে ৭.৩০) – এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (ফতোরদা স্টেডিয়াম)

২৬ ডিসেম্বর, ২০২০ (সন্ধ্যে ৭.৩০) – এসসি ইস্টবেঙ্গল বনাম চেন্নাইন এফসি (তিলক ময়দান)

২৯ ডিসেম্বর, ২০২০ (সন্ধ্যে ৭.৩০) – চেন্নাইন এফসি বনাম এটিকে-মোহনবাগান (জিএমসি বাম্বোলিম স্টেডিয়াম)

৩ জানুয়ারি, ২০২১ (বিকেল ৫টা) – এসসি ইস্টবেঙ্গল বনাম উড়িষ্যা এফসি (তিলক ময়দান)

৩ জানুয়ারি, ২০২১ (সন্ধ্যে ৭.৩০) – এটিকে-মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (ফতোরদা স্টেডিয়াম)

৬ জানুয়ারি, ২০২১ (সন্ধ্যে ৭.৩০) – এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া (তিলক ময়দান)

৯ জানুয়ারি, ২০২১ (সন্ধ্যে ৭.৩০) – বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল (ফতোরদা স্টেডিয়াম)

১১ জানুয়ারি, ২০২১ (সন্ধ্যে ৭.৩০) – এটিকে-মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি (ফতোরদা স্টেডিয়াম)