সংক্ষিপ্ত
- প্রাক বিশ্বকাপে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ
- ম্যাচ কলকাতায় আয়োজনের চেষ্টায় আইএফএ
- জুন মাসে ভারতের সঙ্গে আফগানিস্তানের খেলা
কলকাতায় ফের জাতীয় দলের জার্সি পরে খেলতে দেখা যেতে পারে সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সাঁধুদের। বাংলাদেশের পর এবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচও কলকাতায় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ম্যাচ আয়োজনের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন-এর কাছে আবেদন করেছে আইএফএ। আগামী ৯ জুন হোম ম্যাচে আফগানিস্তান-এর মুখোমুখি হওয়ার কথা ভারতের।
গত ১৫ অক্টোবর কলকাতায় বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচ ১-১ গোলে ড্র করেছিলেন সুনীল ছেত্রীরা। সেদিনও কানায় কানায় ভরে গিয়েছিল সল্টলেক স্টেডিয়াম। কলকাতার এই ফুটবল উন্মাদনার কথা মাথায় রেখেই ফের ম্যাচ সংগঠনের আবেদন জানিয়েছে আইএফএ।
এই মুহূর্তে পাঁচ ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট পেয়েছে গ্রুপে চার নম্বরে রয়েছে ভারত। আফগানিস্তানের সঙ্গে প্রথম পর্বের খেলাতে জিততে পারেনি ভারত। ফলে মূলপর্বে যাওয়ার সম্ভাবনা বেশ কম। আফগানিস্তানের আগে অবশ্য ঘরের মাঠে শক্তিশালী কাতারের সঙ্গে খেলতে হবে সুনীলদের।