সংক্ষিপ্ত

আজ আইএসএলের (ISL 2021-22) গুরুত্বরপূর্ণ ম্য়াচে মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল ও ওড়িশা এফসি (SC East Bengal vs Odissa FC)। মরসুমের দ্বিতীয় জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী মারিও রিভেরার (Mario Rivera) দল। 
 

৩ ম্য়াচে আগে গোয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত মরসুমের একমাত্র ও প্রথম জয় পেয়েছিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্য়াচেই দলকে জয় এনে দিয়েছিলেন নতুন কোচ মারিও রিভেরা (Mario Rivera)। কিন্তু তারপর থেকে আর জয়ের মুখ দেখেনি লাল হলুদ ব্রিগেড। হায়দরাবাদের বিরুদ্ধে হজম করতে হয়েছে ৪ গোল, ডার্বিতে (Derby)এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে হজম করতে হয়েছে ৩ গোল। প্রাপ্তি শুধু শেষে ম্য়াচে চেন্নাইয়ের বিরুদ্ধে ২ গোলে প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ২-২ ড্র করা। কিন্তু শেষ তিম ম্য়াচে ৯ গোল খেতে হয়েছে লাল-হলুদ রক্ষণকে। এই পরিস্থিতিতে সোমবার গোয়ায় ওড়িশার (Odissa FC) মুখোমুখি হবে মারিও রিভেরার দল। এই দলের বিরুদ্ধে প্রথম লেগের ম্য়াচে ৬ গোল হজম করতে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। ফলে ওড়িশার বিরুদ্ধে নামার আগে বাড়তি সতর্ক পেরোসেভিচ, রিবেইরা, সিডোয়য়েল, আদিল খান খান, হীরা মণ্ডলরা।

 

 

দল চাপে থাকলেও লাল-হলুদের স্প্যানিশ কোচ জানিয়েছেন জয়ের জন্যই মাঠে নামবে তার দল। গত ম্য়াচের ফলাফল মনে রাখা নতুন ম্য়াচের জন্য দলকে তৈরি করেছেন তিনি। চেন্নাই ম্য়াচে দল যেভাবে ২ গোলে পিছিয়ে থাকার পরও ঘুড়ে দাঁড়িয়েছে তার প্রশংসা করেছেন মারিও রিভেরা। ওই ম্য়াচ তার দলেরই জেতা উচিৎ ছিল বলে মনে করেন তিনি। তবে ওড়িশার বিরুদ্ধে নামার আগে যথেষ্ট সাবধানী রিভেরা। ৩ পয়েন্ট টার্গেট হলেও বিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন এসসি ইস্টবেঙ্গল কোচ। কারণ যেখানে জাভি হার্নান্দেজের মত প্লেয়ার রয়েছেন,  এছাড়াও রয়েছেন আরিদায়, কার্শনিকি। ম্য়াচের আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রিভেরা বলেছেন,'ওড়িশা দলের ভারসাম্য খুব ভাল। অধিকাংশ সময়ই বলের পিছনে ওদের একাধিক ফুটবলার থাকে। কঠিন লড়াই হবে এই ম্যাচে।' তবে তার দলও যে লড়াই করার জন্য প্রস্তুত সেই কথাও জানিয়েছে মারিও রিভেরা।

 

 

ওড়িশার বিরুদ্ধে নামার আগে রক্ষণেরপ ভুলত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন। মাঝমাঠ থেকে আক্রমণ দলকে আরও বেশি সঙ্ঘবদ্ধ করার ও পাসিং ফুটবল খেলানোর চেষ্টা করেছেন। আইএসএলের শেষ চারে যাওয়ার আশা শেষ ইস্টবেঙ্গলের। এই পরিস্থিতিতে ফুটবলারদের উদ্বুদ্ধ করা কতটা কঠিন? মারিয়ো বলে দিলেন,'টবলাররা সবাই পেশাদার। ওরা সব ম্যাচেই জিততে চায়। সেরা পারফরম্যান্স দেখিয়ে প্রমাণ করতে চায় নিজেদের। লিগ তালিকায় এখন যে অবস্থানে রয়েছি আমরা, সেটা ওদের সঠিক জায়গা নয়। পরের ম্যাচে জয়ের খিদে নিয়েই নামবে ওরা। এটাই ওদের কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমার কাজটা হচ্ছে ওদের পথ দেখানো।' মার্সেলো রিবেইরা এখনও গোল না পাওয়ার সমালোচনা হলেও, দলের আক্রমণ বিভাগের ফুটবলারের পাশে দাঁড়িয়েছেন রিভেরা। চেন্নাই ম্য়াচে প্রতিটি আক্রমণ তৈরিতে মার্সেলোর ভূমিকা রয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন। ফলে সব মিলিয়ে ওড়িশার বিরুদ্ধে মরসুমের দ্বিতীয় জয় পেতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।