সংক্ষিপ্ত
আগামি মরসুমে কোন ক্লাবে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) সেটাই এখন বিশ্ব ফুটবলে কোটি টাকার প্রশ্ন। এরইমধ্যে সিআরসেভেনকে (CR7)রেকর্ড টাকার প্রস্তাব দিল সৌদি আরবের ক্লাব (Saudi Arabian Club)।
এক মরসুমেই নিজের পুরোনো ক্লাবে ফিরে মোহভঙ্গ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার ইচ্ছের কথা আগেই জানিয়েদিয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা। তাকে দলে পেতে আসরে নেমেছে ইউরোপের বিভিন্ন বড় লিগের একাধিক ক্লাব। যদিও ম্যান ইউ-র তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে বিক্রির জন্য নয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে আগামি মরসুমে কোন ক্লাবে দেখা যাবে পর্তুগীজ তারকাকে তা এখন বিশ্ব ফুটবলের সবথেকে বড় প্রশ্ন। তবে এরই মধ্যে বিশ্বের সবথেকে দামি ফুটবলার হওয়ার সুযোগ এসেছিল রোনাল্ডোর কাছে। যেই অফারে রাজি হয়ে গেলে ফুটবল ইতিহাসে নয়া রেকর্ড সৃষ্টি করতেন সিআর সেভেন। কিন্তু সেই সুযোগ নাকচ করে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সেই ক্লাবের অফার জানলে চোখ কপালে উঠবে আপনারও।
জানা গিয়েথে ক্রিশ্চিয়াননো রোনাল্ডোকে দলে পাওয়ার জন্য মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের একটি ক্লাব। ও ক্লাবের নাম প্রকাশ্যে না আসলেও তারা যে পরিমাণ টাকি দিতে রাজি ছিল তাততে রোনাল্ডো রাজি হয়ে গেলে মেসি, নেইমার, এমবাপেদের টাকার নিরিখে অনেক পেছনে ফেলে দিতে পারতেন রোনাল্ডো। ইএসপিএনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে পাওয়ার জন্য ৩০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছিল সৌদি আরবের ক্লাবটি। সঙ্গে ছিল দুই বছরে বেতন হিসেবে ২৭৫ মিলিয়ন ইউরো। সব মিলিয়ে অঙ্কের পরিমাণ প্রায় ২৮০০ কোটি টাকা। এই প্রস্তাবে সাড়া দিলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হতেই পারতেন রোনাল্ডো। তবে বর্তমানে রোনাল্ডো ইউরোপেই খেলতে চান, সেই কারমণেই এমন লোভনীয় প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন বলেই খবর।
প্রসঙ্গত, রোনাল্ডোর দল ছাড়ার প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে রোনাল্ডো চ্যাম্পিয়নস লিগে খেলতে চান। কিন্তু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড গত ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে শেষ করেছে। যার ফলে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করতে পারেনি। রোনাল্ডোকে দলে নিতে ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি ক্লাব। বিশেষ করে চেলসির নতুন মালিক আমেরিকার ধনকুবের চাইছেন বড় তারকাদের দলে নিতে। রোনাল্ডোকে দলে নেওয়ার ইচ্ছে রয়েছে তার। অপরদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পেশাদার কেরিয়ারের প্রথম ক্লাব স্পোর্টিং সিপিও আগ্রহি তাকে ফের দলে নেওয়ার জন্য। হোসে মরিনহোর এএস রোমা ও নিউ ক্যাসেল ইউনাইটেড তালিকাতে থাকলেও সেখানে যাওয়ার সম্ভাবনা কম রোনাল্ডোর। অপরদিকে, বায়ার্নের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ইতি টেনে বার্সেলোনায় যোগ দিচ্ছেন রবার্ট লেওনডস্কি। আর তাঁর বায়ার্ন ছাড়ার সঙ্গে সঙ্গেই জার্মান ক্লাবে যোগ দেওয়ার জল্পনা জোরালো হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এখন দেখার নতুন মরসুমে কোন ক্লাবের জার্সি গায়ে চাপান সিআরসেভেন।
আরও পড়ুনঃপুত্র সন্তানের মা হলেন মারিয়া শারাপোভা, সন্তানের নাম জানিয়ে দিলেন টেনিসের গ্ল্যামার গার্ল
আরও পড়ুনঃসিন্ধু ঝড়ে উড়ে গেল জাপানি প্রতিপক্ষ, সিঙ্গাপুর ওপেনের ফাইনালে ভারতীয় শাটলার