সংক্ষিপ্ত
ড্যানিয়েল চিমাকে (Daniel Chima)ছেড়ে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। সেই জায়গায় নতুন স্ট্রাইকার (Striker) সই করাল লাল-হলুদ ব্রিগেড। ব্রাজিলীয় (Brazilian)স্ট্রাইকার মার্সেলো রিবেইরো ডস স্যান্টোস ( Marcelo Ribeiro) যোগ দিল ক্লাবে।
চলতি আইএসএল মরসুম শুরুর আগে অনেক ঢাক ঢোল পিটিয়ে স্ট্রাইকার হিসেবে আনা হয়েছিল ড্যানিয়েল চিমাকে (Daniel Chima)। কিন্তু যতই মরসুম এগিয়েছে তার পারফরম্যান্স নিয়ে যত কম বলা যায় ততই ভালো অবশেষে। ফুটবল বিশেষজ্ঞরা অনেকদিন ধরেই বলছিলেন কলকাতার মাঠে এত নিম্ন মানের বিদেশী খুব কমই এসেছে। দলের অন্দরে উঠছিল চিমাকে ছেঁটে ফেলারর দালির দাবি। অবশেষে মুম্বই সিটি এফসি ম্য়াচের পর আনুষ্ঠানিকভাবে বাজিয়ে দেওয়া হয় ড্যানিয়েল চিমার বিদায় ঘণ্টা। মরসুমের মাঝপথে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) নতুন স্ট্রাইকারকে হবে তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে সোমবার বিকেলে লাল-হলুদের নতুন বিদেশী স্ট্রাইকারের নাম ঘোষণা করা হল। ব্রাজিলীয় (Brazilian) স্ট্রাইকার মার্সেলো রিবেইরো ডস স্যান্টোসকে (Marcelo Ribeiro) সই করাল এসসি ইস্টবেঙ্গল।
র্তুগালের প্রথম ডিভিশনের ক্লাব গিল ভিসেন্তে এফসি থেকে লাল-হলুদে যোগ দিচ্ছেন তিনি। মরসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকবেন মার্সেলো। লোনে তাকে আনছে এসসি ইস্টবেঙ্গল। গত বছরের অগস্টে ভিসেন্টে গিলের হয়ে অভিষেক ঘটে ডস স্যান্টোসের। পর্তুগিজ ক্লাবে খেলার আগে স্পেনের ক্লাবেও খেলেন তিনি। স্পেনের ক্লাব বুর্গোস এফসি এবং সান্সেতে খেলেছেন মার্সেলো রিবেইরো। বাংলা তথা ভারতের অন্যতম বড় ক্লাবে যোগ দিতে পেরে খুশি ব্রাজিলীয় স্ট্রাইকার। লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিয়ে মার্সেলো বলেন, "আমি এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে খুশি। ভারতের এটি অন্যতম বড় ক্লাব। আমি এই ক্লাবে খেলার জন্য মুখিয়ে আছি। লিগে তাদের সাহায্য করতে চাই।" চিমা চ্যাপ্টারকে ভুলে নতুন বিদেশীর ভালো খেলার বিষয়ে আশাবীদ ইস্টবেঙ্গল সমর্থকরা।
প্রসঙ্গত, খুব কঠিন সময়ে এসসি ইস্টবেঙ্গলে যোগ দিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার মার্সেলো রিবেইরো ডস স্যান্টোস। কারণ লিগের ১০টি ম্যাচ হয়ে গেলেও এখন প্রথম জয়ের খোঁজে লাল-হলুদ ব্রিগেড। লিগের পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা খাতায় কলমে থাকলেও বাস্তবের মাটিতো তা খুবই কঠিন। মরসুমের মাঝ পথে পরিবর্তন হয়েছে কোচেরও। ম্যানুয়েল দিয়াজের জায়গায় দায়িত্ব নিয়েছেন মারিও রিভেরা। তিনি কোয়ারেন্টাইন নিয়মে থাকায় অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রেনেডি সিং। দলের সঙ্গে যোগ দিয়ে মাঠে নামতে আরও কিছুদিন সময় লাগবে মার্সেলো রিবেইরোর। ফলে মোট কটি ম্যাচ লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নামতে পারেন ব্রাজিলীয় স্ট্রাইকার এখন সেটাই দেখার। আপাতত লিগে সম্মানজনকজায়গাতে পৌছনোই লক্ষ্য এসসি ইস্টবেঙ্গলের।