কেমন চাকরি হবে আপনার, জেনে নিন গ্রহের প্রভাব অনুযায়ী কর্মলাভের সম্ভাবনা
- FB
- TW
- Linkdin
কেতু গ্রহের প্রভাবে নার্স, মাছের ব্যবসা, পশুখাদ্য, ধর্মীয় যাজক, কীর্তনিয়া, স্টিল, নার্সিং, কালোবাজারি, পোলট্রি, গুপ্তচর, কাস্টমস, ফোটোগ্রাফি ইত্যাদি।
রবি গ্রহের প্রভাবে চলচ্চিত্র পরিচালক ও চিকিৎসক, সরকারি চাকরি, বেসরকারি উচ্চ পদ, হওয়ার সম্ভবনা।
বৃহস্পতি গ্রহের প্রভাবে অধ্যাপক, বৈজ্ঞানিক, যন্ত্রী, দর্শন, পূজাপাঠ, বিচারক ইত্যাদি। আসলে এর প্রভাবে যে কোনও কাজেই এরা কৃতকার্য হতে পারে।
শনি গ্রহের প্রভাবে কৃষি, ভারী লৌহ শিল্প, সমাজসেবা, ম্যানেজার, রাজনীতিবিদ, জ্যোতিষী, পূজাপাঠ, তান্ত্রিক, কুলি, দায়িত্বশীল কর্মচারী, সেক্রেটারি ইত্যাদি।
মঙ্গল গ্রহের প্রভাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কৃষিকাজ, আগুনের সঙ্গে সম্পর্ক যুক্ত কাজ, পুলিশ, গৃহনির্মাণ, সেনা বিভাগ, ফৌজদারি, আইনজ্ঞ ইত্যাদি।
বুধ গ্রহের প্রভাবে লেখক, পুস্তক বিক্রেতা, উকিল, শিল্পী, সাংবাদিকতা, আয়কর দফতর, বাদ্যকার, জীবনবীমা, ডাক বিভাগ ইত্যাদি।
চন্দ্র গ্রহের প্রভাবে অভিনয়, কৃষি, সম্পাদক, চিত্রশিল্পী, সেলসম্যান, নাবিক, টুরিস্ট গাইড, ক্যাটারার, ইত্যাদি।
রাহু গ্রহের প্রভাবে ব্যাঙ্ক, আমদানি-রপ্তানি, বিদ্যুৎ, ইলেকট্রিক ইঞ্জিয়ার, রেডিও, শিক্ষক, শিল্প- বাণিজ্য, রেল, ট্রাম, বাস, আকাশবাণী, চোর, ডাকাত, কাঁসা- পিতল, ইত্যাদি।