পৌষ মাসে এই নিয়ম মেনে চললে সহজেই শনির কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন
| Published : Dec 19 2020, 10:03 AM IST
পৌষ মাসে এই নিয়ম মেনে চললে সহজেই শনির কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
16
শনির দৃষ্টি অশুভ ফল নিয়ে আসে বলে মনে করা হয়।
26
পৌষ মাসে এই নিয়মগুলি পালন করলে শনি দোষ কাটাতে পারবেন জেনে নিন সেই নিয়মগুলি-
36
পৌষ মাসের শনিবারে কালো কাপড়ে ৩ চামচ সরষের দানা নিয়ে কাপড় সুদ্ধ পুড়িয়ে দিন। এতে শনির দোষ সহজেই কাটিয়ে উঠতে পারবেন।
46
প্রতি শনিবার একটি পাত্রে গঙ্গাজল ও কালো সরষে একসঙ্গে নিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন।
56
হাত পা ভালো করে ধুয়ে রাতে হাতে একমুঠো কালো সরষে ও লবন নিয়ে চৌরাস্তার মোড়ে ৭ বার ফেলুন। এতে শনির দৃষ্টি কাটানো যায় সহজেই।
66
শনির প্রভাবে যদি ব্যবসায় কোনও সমস্যা হয়, তাহলে হাতে সামান্য কাঁচা হলুদ ও গোটা সরষের দানা নিয়ে পুরও দোকান ৫ বার ঘুরে কোনও জলাশয়ে ফেলে দিন। এতে আবার ব্যবসায় সফলতা আসবে।