নামের প্রথম অক্ষর 'S', জেনে নিন কেমন প্রকৃতির মানুষ তাঁরা
| Published : Jan 21 2021, 11:44 AM IST
নামের প্রথম অক্ষর 'S', জেনে নিন কেমন প্রকৃতির মানুষ তাঁরা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
ব্যবসা,কাজ বা বিয়ে, এই ধরণের মানুষরা সঙ্গী হিসেবে খুবই ভালো ও নির্ভরযোগ্য।
28
এরা স্বপ্ন দেখতে এরা খুব পছন্দ করেন, সেই মত জীবন চালানোর চেষ্টাও করে থাকেন।
38
এরা খুব বুদ্ধিদীপ্ত মানুষ হওয়ায় এঁদের কূটনীতিবোধও চরম। রাজনীতিতেও এরা বেশ দক্ষ হন।
48
কর্মঠ হওয়ার কারণে দেরি হলেও কর্মজীবনে এরা খুব সফল হন।
58
অতিরিক্ত রাগের কারণে অনেক সময় বিপদের সম্মুখীন হন।
68
জীবনের প্রথম দিকে অর্থনৈতিক চাপ থাকলেও পরবর্তীকালে তা কেটে যায়।
78
এরা খুবই বিশ্বস্ত হন, পেশার দিক থেকেও এরা সহজেই মানুষের মন জয় করে নেন।
88
যে সব জাতক জাতিকার নামের আদ্যক্ষর ‘S’তাঁদের জীবনে বেগুনি রং শুভ প্রভাব ফেলে।