এই চার রাশির সঙ্গে বিয়েতে খুশি হবেন তুলা রাশির ছেলে মেয়েরা, দেখে নিন এক ঝলকে
- FB
- TW
- Linkdin
জ্যোতিষ (Astrology) মতে, ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর তারিখের মধ্যে জন্ম হলে আপনার রাশি তুলা। এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র। হীরে, সাদা পোখরাজ, ইন্দ্রনীলা ও মুনস্টোন হল এই রাশির শুভ রত্ন। সাদা, কমলা, লাল হল এই রাশির শুভ রঙ। ১,২,৪,৭ হল শুভ সংখ্যা। আর শুভ বার হল রবি, সোম, মঙ্গল, বুধ ও শনিবার।
তুলা রাশির জাতক জাতিকারা সুদর্শন ও সৌন্দর্যের পুজারি হন। তারা বুদ্ধিমান ও রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকেন। এরা সহজে কারও সঙ্গে মিশলে পারেন। এরা খুবই সামাজিক হন। এরা অন্যায়কে কখনও প্রশ্রয় দেন না। অন্যায় কর্ম এদের নীতিবিরুদ্ধ। অন্যান দেখতে এরা সব সময় প্রতিবাদ করে থাকরেন।
এরা খুবই গুণি মানুষ হন। যে কারণে এরা শিল্পী, গায়ক, চিত্রকর, সুরকার, সাহিত্যিক, নৃত্যশিল্পী ও অভিনয় পেশার সঙ্গে জড়িত হন। এরা ভাবপ্রবণ, বিজ্ঞ স্বভাবের হন তুলা রাশির (Libra) ছেলে মেয়েরা। এদের প্রখর অনুমান শক্তি। সে কারণে, চট করে সমস্যায় পড়েন না এরা। এদের স্বভাবের জন্য সকলের ভালোবাসা পেয়ে থাকেন।
রোম্যান্টিক স্বভাবের হন তুলা রাশির ছেলে মেয়েরা। যে কারণে এরা ভালো প্রেমিকের (Lover) তকমা পান। সঙ্গীর প্রতি যত্নবান হন তুলা রাশির ছেলে মেয়ের। সঙ্গীকে খুব ভালো করে বোঝেন। তবে, এরা সৌন্দর্যের পুজারি হন। যে কারণে অনেক সময় সমস্যায় পড়তে হয় এদের।
সঠিক মানুষের সঙ্গে বিয়ে হলে এরা দাম্পত্য জীবনে (Married life) সুখী হন। এদের বিয়ের ভাগ্য ভালোই হয়। তবে, এই রাশির এমন কোনও রাশির ছেলে বা মেয়েকে বিয়ে করা উচিত, যাদের সঙ্গে এদের মানসিকতার মিল হবে। তা না হলে দাম্পত্য সমস্যা দেখা দেবে। আজ জেনে নিন কোন কোন রাশির সঙ্গে বিয়ে হলে এরা সুখী হন।
জ্যোতিষ মতে, মীন রাশির (Pisces) ছেলে কিংবা মেয়ের সঙ্গে বিবাহে সুখী হন তুলা রাশি। মীন ও তুলা উভয়েরই প্রেমের গ্রহ শুক্র। যে কারণে এই রাশির ছেলে কিংবা মেয়েকে বিয়ে করতে পারেন। শুক্র মীন রাশিতে উন্নতি এবং তুলা রাশিতে প্রাধান্য পায়। এরা দুজনেই সংবেদনশীল, সৃজনশীল ও প্রেমের পুজারি হয়ে থাকেন।
তুলা রাশির জাতক জাতিকারার মিথুন রাশির (Gemini) সঙ্গেও সুখী হন। তুলা রাশির বুদ্ধিমত্তার সঙ্গে মিলতে পারে এই রাশির। মিথুন রাশির ছেলে মেয়েরা মজাদার, বুদ্ধি দীপ্ত স্বভাবের হয়। যে কারণে এদের প্রতি আকৃষ্ট হয় তুলা। এই দুই রাশির সম্পর্ক তৈরি হলে, এরা সুখী হন।
সিংহ রাশির (Leo) সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হতে পারে তুলা রাশির। এরা দুজনেই কামুক, আবেগপূর্ণ, আকর্ষণীয় ব্যক্তির অধিকারী হন। এই দুই রাশির মধ্যে যথেষ্ট মিল হয়। মিল হয় মানসিকতারও। তাই আপনার রাশি যদি তুলা হয়, তাহলে সিংহ রাশির সঙ্গে সম্পর্কে সুখী হবেন।
ধনু রাশির (Sagittarius) ছেলে কিংবা মেয়ের সঙ্গেও বেশ মিল হয় তুলা রাশির। এদের দুজনের মধ্যে পার্থক্য থাতা সত্ত্বেও শান্তিপূর্ণ সম্পর্ক বজায় থাকে। জ্যোতিষ মতে, এই দুই রাশির মনের মিল হয় বিস্তর। সে কারণে নিজের জন্য বেছে নিতে পারেন ধনু রাশির জাতর বা জাতিকা।
বিয়েতে জ্যোতিষ শাস্ত্রের বিস্তর ভূমিকা আছে। এক সময় বিয়ের আগে দুজের কুষ্ঠি মেলানোর রীতি ছিল। আজ সেই রীতির তেমন চল নেই। তবে, বিয়ের আগে সঙ্গীর রাশি জেনে নিতে পারে। রাশি অনুসারে বিয়ে করলে দাম্পত্য সুখ বজায় থাকে। তবে, শুধু রাশির গুণে সুস্থ সম্পর্ক বজায় থাকে এমন নয়। কিন্তু, সামাজের একাংশ মানুষের বিশ্বাস সঠিক রাশির সঙ্গে বিয়ে হবে সুখী দাম্পত্য জীবন বজায় থাকে।