রোহিঙ্গাদের 'ভাসমান কারাগার'এ পাঠাচ্ছে বাংলাদেশ, খাদের মুখে মানবাধিকার, দেখুন ছবিতে ছবিতে
First Published Dec 4, 2020, 5:59 PM IST
২০১৭ সালে মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছিল রোহিঙ্গারা। এবার তাদের আবার নতুন করে ঘর খোঁজার পালা। তাদের দ্বীপান্তরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। যে দ্বীপকে মানবাধিকার সংগঠনগুলি বলছে ভাসমান জেলখানা।

দীর্ঘদিন ধরেই উপকূলীয় শহর কক্সবাজারের শিবির থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় ১ লক্ষ মানুষকে দ্বীপান্তরে পাঠাবার জন্য উদ্যোগ নিচ্ছিল বাংলাদেশ সরকার। মূলত, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলির চাপে তা এতদিন কার্যকর করতে পারছিল না।

কিন্তু, এবার আর কোনও ওজর আপত্তি শুনছে না তারা। চলতি সপ্তাহ থেকেই হাজার হাজার রোহিঙ্গাদের বঙ্গোপসাগরের একটি ভাসমান দ্বীপে তাদের স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলির মতে এই দ্বীপ আসলে একটি 'ভাসমান কারাগার'।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন