- Home
- Entertainment
- Bengali Cinema
- বয়ফ্রেন্ডের বাড়িতে আটকে এ কি হাল ঐন্দ্রিলার, এক জামা পরেই দিন কাটছে অভিনেত্রীর
বয়ফ্রেন্ডের বাড়িতে আটকে এ কি হাল ঐন্দ্রিলার, এক জামা পরেই দিন কাটছে অভিনেত্রীর
- FB
- TW
- Linkdin
সম্প্রতি প্রকাশ্যে এসেছে টলি অভিনেতা অঙ্কুশ এবং অভিনেত্রী ঐন্দ্রিলার হোম কোয়ারেন্টাইনের বিভিন্ন মুহূর্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐন্দ্রিলা জানিয়েছেন, তাদের দুজনের মধ্যে কোনওদিনও অত মাখোমাখো প্রেম নয়। আড্ডা, ঘোরা, পরিবারের সঙ্গে সময় কাটাতে দুজনেই ভালবাসে। আর এখানেও তেমনটাই করছেন দুজনে।
গত প্রায় দুমাস ধরে অঙ্কুশের বাড়িতে রয়েছে ঐন্দ্রিলা ও তার মা। তিনি জানিয়েছেন, জামাকাপড় যেহেতু এখন বেশি নেই বললেই চলে, তাই রোজ এক জামা কেচে ঘুরিয়ে ফিরিয়ে পরছেন অভিনেত্রী।
ঘরের কাজও করছেন ঐন্দ্রিলা। পাশাপাশি রান্নাও করছেন তিনি। অঙ্কুশ এবং ঐন্দ্রিলা দুজনেই যেহেতু কেক, চকোলেট খেতে ভালবাসেন তাই পাঁচ থেকে ছয়বার কেকও বানিয়েছেন অভিনেত্রী।
সন্ধ্যাবেলা হলেও লুডো খেলায় নিয়ে বসে পড়ছে গোটা পরিবার। লকডাউনে অঙ্কুশের পরিবারের সঙ্গে সম্পর্কও অনেকটাই সহজ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ঐন্দ্রিলা।
এদিকে অঙ্কুশ জানিয়েছেন, ঐন্দ্রিলার মায়ের সঙ্গে খুব ভালভাবে মিশে গেছেন অভিনেতা। একসঙ্গে থাকতে থাকতে পুরো বিষয়টাই স্বাভাবিক হয়ে গেছে।
সিনেমা, ওয়েবসিরিজ দেখেই সময় কাটাচ্ছে এই লাভ বার্ডস। এছাড়াও অঙ্কুশ যেহেতু জিম করতে ভালবাসে তাই জিমের নানা খুনসুটির ভিডিও তুলে দেন ঐন্দ্রিলা। এবং ঐন্দ্রিলারও নাচের ভিডিও তুলে দেন অঙ্কুশ।
টলি অভিনেতা অঙ্কুশ একের পর এক মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই যাচ্ছেন। সবসময়েই তিনি অ্যাক্টিভ।
সম্প্রতি প্রিয় পোষ্যকে নিয়ে একটি মজার ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। যা শেয়ার করা মাত্রই হু হু করে ছড়িয়ে পড়েছে । লকডাউনের একঘেয়েমি কাটাতে এই মজাদার ভিডিওটি দারুণ উপভোগ্য।
দুজনে মিলেও একের পর এক খুনসুটির ভিডিও শেয়ার করছেন দুজনেই। লকডাউন অনেককেই বেশ কাছাকাছি এনে দিয়েছে।