নেটদুনিয়ার হটকেক বিবৃতি, বিকিনিতে লাস্যময়ী অভিনেত্রী
সাইবার দুনিয়ার নতুন ক্রাশ বিবৃতি চট্টোপাধ্যায়। 'ব্যোমকেশ গোত্র'র এই অভিনেত্রী ধীরে ধীরে নেটিজেনদের মনের মণিকোঠা বিশেষ জায়গা করে নিচ্ছেন। নেটিজেনের কথায়, বাঙালি মহিলাদের মধ্যে যে লাবণ্য থআকা উচিত তা সঠিক পরিমাণে রয়েছে বিবৃতির মধ্যে।
110

মডেলিংয়ের হাত ধরে শুরু করেছিলেন নিজের কেরিয়ার শুরু করেছিলেন। রানওয়ে থেকে সোজা বড়পর্দা, সহজ ছিল না এই সফর।
210
ছোটখাটো ব়্যাম্প ওয়াক থেকে নানা ডিজাইনারদের সঙ্গে ফোটোশ্যুট। এইভাবেই বিবৃতিরে নজর কাড়ে নেটিজেনের।
310
তবে সেই সময় তেমন অ্যাটেনশন না পেলেও ওয়েব সিরিজের জন্য অডিশন দেওয়া শুরু করেন।
410
'ওহ মাদার' ওয়েব সিরিজে তাঁকে হট অবতারে দেখে চখ কপালে ওঠে আচ থেকে আশির। মডিংয়ের দুনিয়ায় লুকিয়ে থাকা এই লাস্যময়ী রাতারাতি হয়ে গেলেন ভাইরাল।
510
এই ওয়েব সিরিজে কেবল নিজের হটনেসের অ্যালার্ট দেওয়া ছাড়াও অভিনয়ের দাপটও দেখিয়েছিলেন।
610
বয়স কম, অভিনয়ের সঠিক ট্রেনিংও নেই, তবুও নিজের প্রতিভার জোরেই অত্যন্ত সাবলিল তিনি ক্যামেরার সামনে।
710
সেখান থেকেই ডাক আসে বিভইন্ন ধারাবাহিকের। ধারাবাহিকে অভিনয় করতে করতে কাস্টিং ডিরেক্টরদের নজর কাড়েন তিনি।
810
পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীলের 'ব্যোমকেশ গোত্র'-তে অভিনয়ের ডাক আসে তাঁর।
910
একটি ছোট চরিত্রে অভিনয় করেন এই ছবিতে তবে বেশ গুরুত্বপূর্ণ। মীরার ভূমিকায় তাঁকে দেখে মুগ্ধ হয়েছিল দর্শকমহল।
1010
সম্প্রতি রূপকথার আধারে তৈরি হওয়া ছবি 'ভটভটি'তে মৎসকন্যার চরিত্রে দেখা যায় বিবৃতিকে।
Latest Videos