- Home
- Entertainment
- Bengali Cinema
- ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে Black Cat অদ্রিজা, ফ্যাশন ক্যুইন কঙ্গনাই কি টলি অভিনেত্রীর অনুপ্ররণা
ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে Black Cat অদ্রিজা, ফ্যাশন ক্যুইন কঙ্গনাই কি টলি অভিনেত্রীর অনুপ্ররণা
অনেকের মতে ফিটনেস কিংবা শরীরচর্চার বিষয়টি সীমিত কেবল হলিউড এবং বলিউডে। তবে ফিটনেসের বিষয় ধীরে ধীরে টেক্কা দিচ্ছেন টলিউড এবং টেলি অভিনেতা অভিনেত্রীরা। নিয়মিত জিমে গিয়ে অথবা বাড়িতেই নিজেদের শরীর নিয়ে যথেষ্ট ওয়াকিবহল হয়ে উঠেছেন প্রত্যেকেই। তেমনই ছোটপর্দার কয়েকজন অভিনেত্রীদের মধ্যে অদ্রিজা রায়ের নাম। টেলিভিশন ছাড়াও বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। তবে ছোটপর্দায় কাজ করেই তাঁর জনপ্রিয়তা ছুঁয়েছে আকাশ।
| Nov 28 2020, 02:21 AM IST
- FB
- TW
- Linkdin
)
সম্প্রতি কালো রঙের শাড়িতে ধরা দিয়ে আট থেকে আশির ঘুম কেড়েছেন অদ্রিজা রায়।
Subscribe to get breaking news alerts
সুপারনেটের কালো শাড়ি সঙ্গে লো কাট নেকের স্লিভলেস ব্লাউজ। মেকআপ নাম মাত্র।
মাথায় আগেকার দিনের মত রয়েছে বুঁফো। টেবিলের ওয়াইনের গ্লাস নিয়ে অড্রে হেপবার্নের মত পোজ দিয়েছেন তিনি।
তাঁকে দেখে অনেকটা কঙ্গনা রনাওয়াতের মত দেখাচ্ছিল। ক্যান চলচ্চিত্র উৎসবে কঙ্গনাকে এমন সাজেই দেখা গিয়েছিল।
২০১৮ সালে সব্যসাচীর ডিজাইন করা কালো সিক্যুইনড শাড়িতে স্লিভলেস ব্লাউজে এমনই বুঁফো করে সেজেছিলেন তিনি।
সেই সাজই যেন রিক্রিয়েট করলেন অদ্রিজা। তাঁকে এক ঝলক দেখলে কঙ্গনার মতই দেখাচ্ছিল।
যদিও অদ্রিজার শাড়ি এবং কঙ্গনার শাড়ির রঙ ছাড়া আর কোনও কিছুতেই মিল নেই।
কঙ্গনাই কি অদ্রিজার অনুপ্রেরণা কি না তা জানা নেই। তবে ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে সাংঘাতিক হট হয়ে উঠেছেন তিনি।