- Home
- Entertainment
- Bengali Cinema
- ঠিকরে বেরোচ্ছে 'প্রেগন্যান্সি' গ্লো, গর্ভের সন্তানকে নিয়ে আত্মবিশ্বাসী নুসরত, পাল্টা কী বললেন শ্রাবন্তী
ঠিকরে বেরোচ্ছে 'প্রেগন্যান্সি' গ্লো, গর্ভের সন্তানকে নিয়ে আত্মবিশ্বাসী নুসরত, পাল্টা কী বললেন শ্রাবন্তী
একাধিক গুঞ্জন ঘিরে রয়েছে নুসরত জাহানকে ঘিরে। বিতর্ক যেন কোনওভাবেই কার পিছু ছাড়ছে না। হাজারো বিতর্কের মধ্যে চোখরাঙানিকে উপেক্ষা করেই তিনি যেন নিজের শর্তে বাঁচেন। সেপ্টেম্বরেই মা হচ্ছেন নুসরত জাহান। গত কয়েকদিন ধরেই টলিপাড়ার অলিতে-গলিতে একটাই কিসসা। নিখিলের সঙ্গে রূপকথার বিয়েকে সহবাসের তকমা দিয়েও গর্ভে সন্তান ধারণ করেছেন নুসরত। তবে পিতৃপরিচয় অনাগত সন্তানকে নিয়েই প্রচন্ড আত্মবিশ্বাসী নুসরত। অন্তঃসত্ত্বাতেও ফেটে পড়ছে প্রেগন্যান্সি গ্লো। যা দেখা মাত্রই নিজেকে আটকাতে না পেরে মন্তব্য করে বসলেন শ্রাবন্তী ।

কখনও গর্ভের সন্তানকে নিয়ে জলকেলিতে মত্ত, কখনও আবার ফোটোশ্যুট, একের পর এক নয়া চমক দিচ্ছে সাংসদ অভিনেত্রী। আপতত নেটদুনিয়ার নয়া সেনসেশন অন্তঃসত্ত্বা নুসরত জাহান।
আবার গর্ভাবস্থার মধ্যেই শ্যুটিং ফ্লোরে ফিরে সকলকে চমকেও দিয়েছেন নুসরত জাহান।
ইতিমধ্যেই নুসরতের শ্যুটের ছবিই এখন নেটদুনিয়ার হটকেক। ডিটারজেন্টের একটি বিজ্ঞাপনের জন্য শ্যুটিং সেটে হাজির হয়েছিলেন নায়িকা।
অন্যদিকে নিখিলের সঙ্গে রূপকথার বিয়েকে সহবাসের তকমা দিয়েও গর্ভে সন্তান ধারণ করেছেন নুসরত। তবে পিতৃপরিচয় অনাগত সন্তানকে নিয়েই প্রচন্ড আত্মবিশ্বাসী নুসরত।
বিতর্ক থেকে বিরতি, এটা যে তার সহজাত নয়, তা এতদিনে সকলেই বুঝে গেছেন। বরং তিনিই তা বুঝিয়ে দিয়েছেন। একের পর এক বার্তা তিনি দিয়েই চলেছেন সোশ্যাল মিডিয়ায়।
বিতর্ক থেকে বিরতি, এটা যে তার সহজাত নয়, তা এতদিনে সকলেই বুঝে গেছেন। বরং তিনিই তা বুঝিয়ে দিয়েছেন। একের পর এক বার্তা তিনি দিয়েই চলেছেন সোশ্যাল মিডিয়ায়।
নো মেক আপ লুকে যেন চোখেমুখে স্পষ্ট মাতৃত্বের আভা। হালকা লিপস্টিক, কানে বড় দুল, ছিমছাম ছবিতেই ক্যাপশনে সবটা বুঝিয়ে দিয়েছেন। ক্যাপশনে লেখা 'আমি নিজের প্রতি বিশ্বাস রাখি'।
ছবি পোস্ট করা মাত্রই হু হু করে বাড়ছে লাইক ও কমেন্টের বন্যা। নেটিজেনদের পাশাপাশি সহকর্মীরাও মুগ্ধ তার ছবিতে।
অন্তঃসত্ত্বাতে ফেটে পড়ছে প্রেগন্যান্সি গ্লো। যা দেখা মাত্রই নিজেকে আটকাতে না পেরে মন্তব্য করে বসলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 'ন্যাচারাল বিউটি' কমেন্টে নুসরতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছেন শ্রাবন্তী।
তবে নেটিজেনদের মনে ঘুরপাক খাচ্ছে অন্য প্রশ্ন। নুসরতের ক্যান্ডিড ছবিটির পিছনের ব্যক্তিটি কি যশ, সেই খোঁচা মারতে ছাড়েননি সাইবারবাসী।