বিয়ের আগেই নতুন শ্বশুড়বাড়িতে ঐন্দ্রিলার 'গৃহপ্রবেশ', আহ্বান জানালেন অঙ্কুশ
First Published Dec 22, 2020, 10:25 PM IST
বহু বছরের সম্পর্ক এবার সোজা ছাদনাতলায়। এমনই বলছে সূত্র। ২০২১ সালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। যদিও এ বিষয় ঐন্দ্রিলা কিংবা অঙ্কুশ কোনও মন্তব্য করেননি। তবে তাঁদের বিয়ের পিঁড়িতে বসতে দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে ভক্তমহল। অঙ্কুশ এবং ঐন্দ্রিলার বহু বছরের সম্পর্ক। মাঝে লিভ ইনও করেছেন তাঁরা। এবরা সেই সম্পর্ককেই বিয়ের রূপ দিতে আর বেশি দেরি নেই।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন