- Home
- Entertainment
- Bengali Cinema
- বিয়ের আগেই নতুন শ্বশুড়বাড়িতে ঐন্দ্রিলার 'গৃহপ্রবেশ', আহ্বান জানালেন অঙ্কুশ
বিয়ের আগেই নতুন শ্বশুড়বাড়িতে ঐন্দ্রিলার 'গৃহপ্রবেশ', আহ্বান জানালেন অঙ্কুশ
বহু বছরের সম্পর্ক এবার সোজা ছাদনাতলায়। এমনই বলছে সূত্র। ২০২১ সালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। যদিও এ বিষয় ঐন্দ্রিলা কিংবা অঙ্কুশ কোনও মন্তব্য করেননি। তবে তাঁদের বিয়ের পিঁড়িতে বসতে দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে ভক্তমহল। অঙ্কুশ এবং ঐন্দ্রিলার বহু বছরের সম্পর্ক। মাঝে লিভ ইনও করেছেন তাঁরা। এবরা সেই সম্পর্ককেই বিয়ের রূপ দিতে আর বেশি দেরি নেই।
| Dec 22 2020, 10:25 PM IST
- FB
- TW
- Linkdin
)
ছোটপর্দায় ঐন্দ্রিলার অভিনয় দাপট অন্যদিকে পাওয়ার প্যাকড কমার্শিয়াল ছবির হিরো অঙ্কুশ।
Subscribe to get breaking news alerts
দু'জনেই নিজের ফিল্ডে একেবারেই দাপিয়ে কাজ করে চলেছেন। কেরিয়ার পাকাপোক্ত করেই কি তবে বিয়ের সিদ্ধান্ত নিলেন তাঁরা।
বিয়ের আগেই সবকিছু একেবারে প্রস্তুত করে ফেলেছেন ঐন্দ্রিলা এবং অঙ্কুশ।
বিলাসবহুল গাড়ি কিনে দিন কতক আগেই সকলকে চমকে দিয়েছিলেন তাঁরা। এবার কিনলেন বাড়ি।
কলকাতার বুকে উটালিকাতে ফ্ল্যাট কিনলেন সেলেব জুটি। খুব শীঘ্রই সেখানে শিফ্ট করবেন দু'জন।
সেই কমপ্লেক্সের নিচে স্যুইমিং পুলের ধারে বসে ছবি তুলেছেন অঙ্কুশ। শান্ত পরিবেশে শীতের হাওয়ায় নিজেকে হারালেন অভিনেতা।
ক্যাপশনে লিখেছেন, "নিজেদের নতুন বাড়িতে প্রবেশ করতে চলেছি। নতুন অভিজ্ঞতা, নতুন শুরু আর অবশ্যই নতুন জীবন।"
তবে কি বিয়ের আগেই নতুন শ্বশুড়বাড়িতে গৃহপ্রবেশ হয়ে গেল ঐন্দ্রিলার। এই বিষয় অবশ্য কিছু জানা যায়নি।