নারীদের প্রতি অবজ্ঞার প্রতিবাদ অপুর, আসছে 'অপরাজিতা অপু'র কাহিনি
অপরাজিতা, যাকে কখনই হার মানানো যায় না। যেকোনও পরিস্থিতিতে এগিয়ে যায় যে ব্যক্তি সেই হল আসল অপরাজিতা। এমনই মানসিকতা অপুর। মধ্যবিত্ত পরিবারের মেয়ে অপুর উচ্চাকাঙ্খা অবশ্যই রয়েছে, তবে সঙ্গে রয়েছে বাবার পাশে এক ছেলের মত দাঁড়ানোর ক্ষমতা। তবে মেয়ে বলে সেই সমস্ত কাজে তাকে ভরসা করার মত কেউই নেই। তবুও সে তার নিজেরই বিশ্বাস হয়ে উঠবে।
- FB
- TW
- Linkdin
এমনই ভিন্ন ধারার গল্প নিয়েই আসছে 'অপরাজিতা অপু'। জি বাংলায় আসছে এই নতুন ধারাবাহিক। ৩০ নভেম্বর থেকে শুরু হবে এই ধারাবাহিক।
সন্ধে ৮:৩০ থেকে শুরু হবে 'অপরাজিতা অপু'। অপু, স্বাধীনচেতা একটি মেয়ে। বাড়ির ছোট মেয়ে হয়েও দিদির বিয়েতে ভারী দায়িত্ব নিয়ে বেড়াচ্ছে সে।
তবুও বাবার ধমক খেয়ে চুপচাপ সেই কাজ সম্পন্ন করেই বেরিয়ে আসে অপু। তবে চোখে মুখে নেই কোনও হতাশা।
দিদির বিয়েতে পণ নেওয়া নিয়ে বরের বাড়ির লোকজন সমস্যা সৃষ্টি করতেই বুদ্ধিমতীর মত সিদ্ধান্ত নিল সে।
পণ নেওয়া অপরাধ, এই বলেই পুলিশের ভয় দেখিয়ে দিদির বিয়ে শান্তমতে করালো সে।
এই প্রোমো মুক্তি পেতেই দর্শকের প্রশংসায় ভরছে সোশ্যাল মিডিয়া। দ্বিতীয় প্রোমোতেও রয়েছে নারী ক্ষমতায়নের ছোঁয়া।
সেখানে দিদির বাড়িতে শ্বশুরবাড়িতে গিয়ে মহিলাদের চাকরি না করা নিয়েও প্রতিবাদ করেছে অপু।
ধারাবাহিকের মূল ভূমিকায় রয়েছেন সুস্মিতা দে, রোহন ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে দেখা যাবে, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, শৈবাল ভট্টাচার্য, সোমা চক্রবর্তী, নন্দিনী চট্টোপাধ্যায়, সঞ্জীব সরকার সহ অনেকে।