- Home
- Entertainment
- Bengali Cinema
- 'Zabardast Haldi', নীলের গায়ের হলুদের ছোঁয়ায় রঙিন হবু কনে তৃণা, Viral বিয়ের 'রাজকীয়' ঝলক
'Zabardast Haldi', নীলের গায়ের হলুদের ছোঁয়ায় রঙিন হবু কনে তৃণা, Viral বিয়ের 'রাজকীয়' ঝলক
দীর্ঘ ১০ বছরের প্রেমের পরিণতি। আজই জমকালো বিবাহ আসর বসতে চলেছে টলিপাড়ায়। রিল লাইফে নয় বরং রিয়েল লাইফেই টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা গাঁটছড়া বাঁধতে চলেছেন। আইবুড়ো ভাত, রেজিস্ট্রি ম্যারেজ, প্রি-ওয়েডিং ফোটোশ্যুটের পর নীল-তৃণার গায়ে হলুদের পালা। বালিগঞ্জের অভিজাত বাড়িতে বসেছে বিয়ের আসর। ফুল দিয়ে সজ্জিত মন্ডপেই রাজকীয় গায়ে হলুদ পর্ব সেরেছেন নীল-তৃণা। বর-কনে সাজ দেখার আগে দেখে নিন হলদি সেরেমনির একঝলক।
- FB
- TW
- Linkdin
টলিপাড়ায় কাউন্টডাউন শেষ । রাজকীয় জমকালো বিবাহ আসরে আজই গাটছড়া বাঁধতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা।
আইবুড়ো ভাত, রেজিস্ট্রি ম্যারেজ, প্রি-ওয়েডিং ফোটোশ্যুটের পর নীল-তৃণার গায়ে হলুদের পালা। ফুল দিয়ে সজ্জিত মন্ডপেই রাজকীয় গায়ে হলুদ পর্ব সেরেছেন নীল-তৃণা।
বিয়ের দিন সকালেই গায়ে হলুদের অনুষ্ঠানে নিয়ম মেনেই চলছিল হলুদ মাখানো পর্ব। হিন্দু রীতি মতোই আচার-অনুষ্ঠান পালন করছেন হবু বর ও কনে। আত্মীয়-পরিজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে গায়ে হলুদের রীতি পালন করেছেন নীল ও তৃণা।
হাতে শাখা -পলা, সাদা-হলুদ লেহেঙ্গা, ফুলের সাজে যেন লাস্যময়ী তৃণা।
কনের পাশে পাল্লা দিয়ে হলুদ পাঞ্জাবি, জড়ির কাজ করা নেহেরু জ্যাকেট একদম পারফেক্ট নীল।
নীলের গালে হলুদ ছোঁয়াতেই যেন আর উজ্জ্বল হয়ে উঠেছেন বং ক্রাশ। এবং হবু বরের গালে লাগানো হলুদের ছোঁয়া গায়ে পড়তেই মুখের কোণায় ফুটে উঠেছে হাসি।
বালিগঞ্জের অভিজাত বাড়িতে বসেছে বিয়ের আসর। রাজকীয় ভাবে ফুলের সাজে সাজিয়ে তোলা হয়েছে বিবাহ মন্ডপ।বৈদিক মন্ত্রধ্বনি উচ্চারণের মধ্য গিয়ে হিন্দু সনাতন রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি।
বিয়ের ঠিক ২৫ দিন আগেই রূপকথার এনগেজমেন্ট পর্ব সেরে ফেলেছেন প্রেমিক জুটি। আলোর রোশনাইয়ের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে সংগীতের আসর ও এনগেজমেন্ট পর্ব।
সাবেকিয়ানার সাজেই লাল টুকটুকে বেনারসিতে সাজবেন ব্রাইড টু বি তৃণা। জীবনের এই বিশেষ দিনে ধুতি পাঞ্জাবিতে দেখা যাবে নীলকে। শহরের নামী ক্লাবেই বসছে জমজমাট বিয়ের আসর। ৪ ফেব্রুয়ারি বিয়ে সারলেও ভালবাসার দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি হবে গ্র্যান্ড রিসেপশন। শহরের নামী ক্লাবেই বসছে চাঁদের হাঁট।