- Home
- Entertainment
- Bengali Cinema
- 'Pregnant' স্বস্তিকা, মা হতে চলেছেন প্রেমিকা, গর্ভাবস্থার সুখবর শুনে কী বললেন শোভন
'Pregnant' স্বস্তিকা, মা হতে চলেছেন প্রেমিকা, গর্ভাবস্থার সুখবর শুনে কী বললেন শোভন
কখনও বৃষ্টিতে একান্তে, আবার কখনও লং ড্রাইভে-হাজারো কাজের মধ্যেও নিজেদের কোয়ালিটি টাইম কাটানোর সময়টা ঠিক বের করে নেন টলিপাড়ার লাভবার্ডস শোভন-স্বস্তিকা। ১০ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে অভিনয় দুনিয়ায়। কখনও সন্তানের মায়ের চরিত্রে দেখা যায়নি স্বস্তিকাকে। এবার মা হতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের নায়িকা পালিত ছেলের পাশাপাশি নিজের সন্তানেরও মা হতে চলেছেন। প্রেমিকার গর্ভাবস্থার খবর শুনে কী বললেন রাধিকার কাছের বন্ধু শোভন গাঙ্গুলি।

মা হতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের নায়িকা পালিত ছেলের পাশাপাশি নিজের সন্তানেরও মা হতে চলেছেন।
খবরটা শুনে অনেকের চোখ কপালে উঠলেও এটাই সত্যি। তবে ধারাবাহিকের খাতিরেই এমন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।
১০ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে অভিনয় দুনিয়ায়। কখনও সন্তানের মায়ের চরিত্রে দেখা যায়নি স্বস্তিকাকে। আগামী দিনে নাকি এইভাবেই ধরা দিতে চলেছেন স্বস্তিকা।
সূত্রের খবর, ধারাবাহিকের শুটিং করতে গিয়ে বাস্তবেও নাকি গর্ভবতী হয়ে উঠছেন রাধিকা। মাঝেমধ্যেই ধীর গতিতে হাঁটছেন। আবার কখনও কোমরে হাত রেখে বসছেন। চেয়ারে ওঠা-বসার সময়েও অন্যের সাহায্য নিচ্ছেন।
রাধিকার এহেন আচরণ দেখে সহকর্মীরাই গুলিয়ে ফেলছেন কোনটা রিল এবং কোনটা রিয়েল। এই নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে।
রাধিকার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন রাধিকা নাকি বুড়িয়ে যাচ্ছেন।
তবে স্বস্তিকা মতে, চরিত্রের জন্য মা কেন মাসি-দিদিমা হতেও রাজি তিনি।
খুব শীঘ্রই নাকি মায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন স্বস্তিকা। প্রেমিকার গর্ভাবস্থার খবর শুনে কী বললেন রাধিকার কাছের বন্ধু শোভন গাঙ্গুলি।
প্রেমিকার মা হওয়ার খবর শুনে নাকি বেশ মজা পেয়েছেন শোভন গাঙ্গুলি। রসিকতা করে বলেছেন, 'যাহ, এটাও হয়ে গেল, সন্তান কার মতো দেখতে হবে, বাবা নাকি মা?'