সমস্ত সতর্কতা মেনেই শুরু হল শ্যুটিং, নতুন ছন্দে ফিরল বাংলা
- FB
- TW
- Linkdin
রাণী রাসমণির এবং ত্রিনয়নী ধারাবাহিকের পাশাপাশি অন্যান্য ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে জোর কদমে। কীভাবে নতুন ছন্দে ফিরল টেলি বিনোদের জগৎ, দেখে নিন এক ঝলকে।
মাস্ক পরে দেখা গিয়েছে দিতিপ্রিয়া রায়কে। রাণী রাসমণির টিআরপি ধরে রাখতে তিনি আজও সক্ষম। শ্যুটিংয়ে ফিরে আবেগে ভরে উঠেছেন দিতিপ্রিয়া।
তিনি বললেন, "খুব এক্সাইটেড আমরা। সবাই ফের কাজে ফিরেছে। স্যানিটাইজার দিয়ে, সমস্ত সতর্কতা মেনেই শুরু হয়েছে কাজ।"
দেখে গিয়েছে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে। শ্যুটিংয়ের ব্যাগ, মাস্ক পরে নিজের সমস্ত জিনিসের স্যানিটেশন করাচ্ছেন। মাপা হল তাঁর টেম্পারেচারও।
মেকআপ রুমের চিত্রটিও বেশ ইন্টারেস্টিং। পিপিই কিট পরে রয়েছেন মেকআপ আর্সিস্টরা। সেভাবে মেকআপ করাচ্ছেন অভিনেতা-অভিনেত্রীদের।
ত্রিনয়নীর শ্যুটিংও শুরু হয়েছে জোর কদমে। মেকআপ সেরে শ্রুতি, ত্রিনয়নীর মুখ্য অভিনেত্রী সেলফি নিয়েছেন মেকআপ আর্টিস্টের সঙ্গে।
পুরনো ছন্দে ফিরে টেলি তারকারা যে কতটা আনন্দিতবোধ করছে তা এই ছবি গুলি দেখেই পরিষ্কার। তবে আনন্দের মাঝে হারায়নি সতর্কতা।
ভাস্বরকেও দেখা গেল মেকআপ নিতে। এমন ছোট ছোট গ্লিম্পসে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। দর্শকদের এবার আর পুরনো এপিসোড দেখতে হবে না। খুব শীঘ্রই নতুন পর্ব নিয়ে ফিরবে ধারাবাহিকগুলি।
উষসী রায় কাদম্বিনীর মেকআপে একেবারে প্রস্তুত। তিনি জানালেন, "নতুন ছন্দে ফিরবে বাংলা। নতুন পর্বের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। ফ্লোরে ঢোকার আগে সমস্ত সেফটি মেজার নিচ্ছি আমরা।"
গৌরব চট্টোপাধ্যায় জানালেন, "আমাদের পোশাক অর্থাৎ কস্টিউমগুলি অত্যন্ত পরিষ্কার করে নিত্যদিন কাচা হচ্ছে। এখানে ওয়াশিন মেশিন রাখা আছে। সেভাবেই আমাদের কস্টিউম পরানো হচ্ছে।"