'ভালবাসা ডট কম'র তোড়া-ওম এবার দুই থেকে তিন, মা হতে চলেছেন মধুবনী
বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মধুবনী গোস্বামী এবং রাজা গোস্বামী। ভালবাসা ডট কম ধারাবাহিকে তোড়া-ওম এর চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছিলেন মধুবনী ও রাজা। এবার দর্শকদের ভিন্ন ধরণের আনন্দ দেওয়ার পালা তাদের। সেই খুশির খবরই জানালেন সোশ্যাল মিডিয়ায়। রাজা এবং মধুবনীর বিয়ের প্রায় চার বছর হতে চলল, সুখে সংসার করে চলেছেন এই সেলেব দম্পতি। শ্বশুড়বাড়িতে নিজের মেয়ের মতই থাকেন মধুবনী।
18

বিভিন্ন সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি। সাংঘাতিক আদর পান। সেই আদরেই এবার ভাগ বসাতে চলেছে খুদে সদস্য।
28
মা হতে চলেছেন মধুবনী। রাজা এবং বেবি বাম্প নিয়ে ছবি শেয়ার করেছেন মধুবনী।
38
যেখানে রাজা বসে উচ্ছ্বাসের সহিত তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। এবং মধুবনী তাঁর বেবি বাম্প ফ্লন্ট করছেন।
48
মধুবনী ছবি পোস্ট করে লিখেছেন, "জীবনের এক নতুন অধ্যায় আরম্ভ হতে চলেছে।"
58
তিনি আরও লেখেন, "আশীর্বাদ করবেন সকলে। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন।"
68
দুদিন আগে করভা চৌথের ছবি পোস্ট করাতেই সকলের সন্দেহ হয় মধুবনী হয়তো মা হতে চলেছেন।
78
কারণ তিনি রাজার সঙ্গে এখটি ছবি পোস্ট করে লেখেন, এই প্রথাটি বাঙালিদের মধ্যে নেই। তবুও তাঁর করার ইচ্ছা ছিল।
88
এই বছর বিশেষ কোনও কারণে করভা চৌথ করতে পারছেন না। তখনই সকলে কমেন্ট সেকশনে তাঁর মা হওয়ার কথা জিজ্ঞেস করে।
Latest Videos