- Home
- Entertainment
- Bengali Cinema
- নাচে-গানে-আড্ডায় জমজমাট ' বিজয়া বৈঠক' ,ঈশা-দিতিপ্রিয়ার সঞ্চালনায় থাকছে একগুচ্ছ নয়া চমক
নাচে-গানে-আড্ডায় জমজমাট ' বিজয়া বৈঠক' ,ঈশা-দিতিপ্রিয়ার সঞ্চালনায় থাকছে একগুচ্ছ নয়া চমক
- FB
- TW
- Linkdin
বিজয়া মানেই নাচ-গান-আড্ডা-খাওয়াদাওয়া। এবার বিজয়া দশমীতে জি বাংলা হাজির বিশেষ বিনোদন 'বিজয়া বৈঠক' নিয়ে। যেখানে চাঁদের হাঁট বসেছে।
মিষ্টিমুখ, প্রণাম, কোলাকুলি, এবার আর ভার্চুয়াল নয়। বরং বিজয়ার বৈঠকে জি পরিবারের সকলে একত্রিত হয়ে আড্ডায় মেতেছেন সকলে।
বিজয়ার বৈঠকে রয়েছে একাধিক চমক। সঞ্চালনার দায়িত্বে থাকছেন টলিপাড়ার দুই অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ও ইশা সাহা।
বিজয়ার বৈঠকে শুধু আড্ডা নয় রয়েছে নানা রকমের মজার খেলা, গানের জমজমাট আসর, মনভোলানো ডান্স পারফরম্যান্স সঙ্গে প্রচুর খাওয়া দাওয়া।
বিজয়া বৈঠকে জি বাংলার কড়ি খেলা পরিবারের সদস্যরা সকলেই পুরো অন্য লুকে নজর কেড়েছেন। সিরিয়ালের লুক ছেড়ে বিজয়া লুকে চমক দিয়েছেন তারকারা।
একসঙ্গে সকলের জমায়েত হলেই চলতে থাকে লেগপুলিং, খুনসুটি, আরও কত কী, বিজয়া বৈঠকেও বাদ যাবে কিছুই। একে অপরের খোঁজ নেওয়া থেকে গোপন রহস্যও ফাঁস হতে পারে বৈঠকী আড্ডায়।
মিঠাই পরিবারের সকলের প্রিয় উচ্ছেবাবু ওরফে আদৃত রায় এবং সকলের প্রিয় মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডুর ডান্স পারফরম্যান্স নজর কাড়বে সকলের।
ধারাবাহিকের পর্দায় প্রতিদিন যে রূপে শিল্পীদের দেখেন বিজয়ার আড্ডায় তাদের পুরোপুরি ভিন্ন রূপে দেখতে পাবেন দর্শক এমনকী তারকাদের ব্যক্তিগত কিছু গুণের কথাও জানতে পারবেন এই বিজয়ার বৈঠকের আড্ডায়।
পৌষালি, অর্কদীপের সুরেলা কন্ঠ মাতিয়ে রাখবে পুরো বৈঠকী আড্ডাকে। বিজয়া বৈঠকে তাদের একাধিক গান জয় করবে দর্শকদের মন।
জোজো, সন্দীপ্তা, ঈশা, দিতিপ্রিয়া সহ একঝাঁক তারকারা একফ্রেমে । এছাড়া অন্যান্য প্রবীণ ও নবীন তারকাদের বিজয়ার পারফরমেন্স দেখতে হলে চোখ রাখতে হবে ২৪ অক্টোবর দুপুর ৩ টেয় জি বাংলার টেলিভিশনের পর্দায়।