- Home
- Entertainment
- Bengali Cinema
- পার্কস্ট্রিট ধর্ষণকান্ডের কাদেরের হাত ধরেই টলিউডে ফেম, নিখিলের সঙ্গে ভাঙন, 'যশ'ই কি নুসরতের 'লাইফলাইন'
পার্কস্ট্রিট ধর্ষণকান্ডের কাদেরের হাত ধরেই টলিউডে ফেম, নিখিলের সঙ্গে ভাঙন, 'যশ'ই কি নুসরতের 'লাইফলাইন'
- FB
- TW
- Linkdin
সাংসদ অভিনেত্রী নুসরতের রিয়েল লাইফটা যেন রিল লাইফের মতো। রূপোলি পর্দায় ঝা চকচকে সিনারিওটায় যেন নুসরত জাহানের ব্যক্তিগত জীবন।
বরাবরই বিতর্কে নাম জড়িয়েছে নুসরতের। লাইমলাইটে থাকার জন্য নাকি অকারণেই জড়িয়ে পড়েন এই নিয়ে দ্বন্ধে নেটিজেনরা।
ভবানীপুর কলেজে কাদেরের সঙ্গে আলাপ থেকে প্রেম। তারপর কাদের খান হাত ধরে টলিউডে ফেম। হঠাৎই ছন্দপতন। পার্ক স্ট্রিট ধর্ষণ কান্ডের মূল অভিযুক্ত কাদের খানের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সাংসদ অভিনেত্রী।
পার্ক স্ট্রিট ধর্ষণ কান্ডের মূল অভিযুক্ত কাদের খানের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সাংসদ অভিনেত্রী। এমনকী পুলিশি তদন্তে থাকাকালীনও নাকি নুসরতের সঙ্গে যোগাযোগ ছিল কাদেরের।
অতীতেও একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নুসরত। এমনকী বিয়ে না করে বিচ্ছেদর সময় প্রেমিকের থেকে মোটা টাকার আদানপ্রদানও করেছিলেন অভিনেত্রী। নেটিজেনরা অনেকেই বলছেন মোটা টাকার লোভেই কি বারংবার সম্পর্কে জড়াচ্ছেন নুসরত। যদিও একথা মানতে নারাজ নুসরত ভক্তদের একাংশ।
ধর্ষণ কান্ডের শিরোনামে নাম জড়ানোর পরই কাদেরকে ভুলে কেরিয়ারে ফোকাস। তারপরে জীবনে আসে নিখিল। প্রেম থেকে রূপকথার বিয়ে, আজও সকলের মনে গাথা। ২০১৯ সালে ১৯ জুন নিখিল জৈনর সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত। তারপর থেকে একাধিক ছবিতে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতা।
টলিপাড়ার অন্দরে কান পাতলেই বিবাহ-বিচ্ছেদের খবরে হৈ চৈ শোনা যাচ্ছে। থমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্ত্রী নুসরতের কাছে বিবাহবিচ্ছেদের দাবি করেছেন নিখিল জৈন, খবর প্রকাশ্যে আসা মাত্রই বাড়ছে জল্পনা।
বিয়ের দেড় বছরের মাথাতেই তার ফুলস্টপ টেনেছেন সাংসদ অভিনেত্রী। দুজনের দাম্পত্যে যে ভাঙন ধরেছিল তা ধীরে ধীরে ক্রমশ স্পষ্ট হলেও এবার তাতে পাকাপাকি ভাবে শিলমোহর পড়ল। এবার বিবাহ-বিচ্ছেদ নিয়ে বড়সড় পদক্ষেপ নিলেন নিখিল।
রূপকথার বিয়েও টিকল না বেশিদিন। নিখিলের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনার মধ্যে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান এবং টলি অভিনেতা যশ দাসগুপ্তের প্রেমের কিসসা টলিপাড়ার অলিতে-গলিতে।
নেটিজেনরা বলছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান এবং নিখিল জৈনর টালমাটাল সম্পর্কের মধ্যে যেন আচমকা ঢুকে পড়েছেন যশ।যশের সঙ্গে পরকীয়ায় জড়িয়েই কি বিবাহিত জীবনে ভাঙন ধরল নুসরতের, একাধিক প্রশ্নের মুখে সাংসদ অভিনেত্রী।
নিখিলের সঙ্গে এই বিচ্ছেদ কি গাঢ় করবে যশরতের এই নতুন সম্পর্ক। তবে কি যশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাইছেন নুসরত, এটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন নেটিজেনরা