রবিবারের রাতে জমজমাটি 'দাদাগিরি', মনামি থেকে মীর, থাকছে নানা চমক
- FB
- TW
- Linkdin
পাঁচটি জেলাকে সমর্থন করতে দেখা যাবে গ্ল্যামার ইন্ডাস্ট্রির একাধিক তারকা, সঙ্গীতশিল্পী এবং অভিনেতা অভিনেত্রীদের।
ফিনালে পর্বে ইন্টারনেট সেনসেশন মনামি ঘোষের কিছু ঝলক এল প্রকাশ্যে। লাল রঙের পোশাকে সেজে উঠেছেন মনামি।
অন্যদিকে বিশেষ পর্বের হাস্যরস বজায় রাখতে দেখা যাবে মীরকে। আশা করা যাচ্ছে তাঁর 'ব্যান্ডেজ'র গানও শোনা যাবে।
দিনবদলের দাদাগিরিতে থাকবে আরও চমক। অনুপম রায়ের গানেও মাতবে দর্শকমহল।
থাকছে চন্দ্রবিন্দুও। বাঙালি সঙ্গীতপ্রেমী বিশেষত বাংলা ব্যান্ডের ভক্তরা উপভোগ করবে চন্দ্রবিন্দুর গান।
বিশ্বনাথ এবং কাঞ্চন মল্লিকের খনিকের কমেডিও ভরাবে দর্শকের মন। যা এক সময় কমেডির অনুষ্ঠানে দেখা যেত তা এবার দেখা যাবে দাদাগিরির মঞ্চে।
ইমনের গানও থাকছে বিশেষ চমক। থাকবেন সোমলতা, রূপঙ্ক বাগচীর গানও।
ইমনের গানও থাকছে বিশেষ চমক। থাকবেন সোমলতা, রূপঙ্ক বাগচীর গানও।
দাদাগিরির এই আনন্দ, ঠাট্টা, খেলার মেজাজেই থাকবে দিনবদলের কথা।
করোনা আবহে কীভাবে বদলেছে চারপাশ। সে নিয়েও সৌরভের সঙ্গে থাকবে আলোচনা।
আগামী ১৩ ই সেপ্টেম্বর, রবিবার জি বাংলা ঠিক রাত আটটায় শুরু হবে গ্র্যান্ড ফিনালে।
সৌরভ ভক্ত থেকে শুরু করে বিনোদনপ্রেমীরা এ দিন প্রস্তুত থাকবে দাদাগিরির গ্র্যান্ড ফিনালের জন্য।