- Home
- Entertainment
- Bengali Cinema
- বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মহানায়কের উত্তরসূরী, জেনে নিন দেবলীনা-গৌরবের বিয়ের দিন
বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মহানায়কের উত্তরসূরী, জেনে নিন দেবলীনা-গৌরবের বিয়ের দিন
- FB
- TW
- Linkdin
নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার বিয়ের খবরের পরই এবার গৌরব এবং দেবলীনার বিয়ে নিয়ে চর্চা শুরু হয়েছে।
এই বছর ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। ডিসেম্বরের ৯ তারিখেই ঠিক হয়েছে বিয়ের দিন।
তারকা জুটির বিভিন্ন পোস্টেই এতদিন মেতে থাকত ভক্তরা। এবার তাঁদের বিয়ের খবর শুনে শুভেচ্ছাবার্তায় ভরছে সোশ্যাল মিডিয়া।
গৌরবের বোনের বিয়েতে আলাপ হয় দু'জনের। ডিসেম্বরে রেজিস্ট্রি সারবেন গৌরব এবং দেবলীনা।
মহানায়কের উত্তরসূরী গৌরবের সঙ্গে দেবলীনার রেজিস্ট্রি হবে ১৫ ডিসেম্বর। তার আগে ৯ হবে অগ্নি সাক্ষী রেখে বিয়ে।
আগামী বছর মার্চ মাসে গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবেন তাঁরা। দেবলীনার মাসি লন্ডনে থাকেন।
করোনার আবহে অনেকেই উপস্থিত থাকতে পারবেন না বলেই রিসেপশন পার্টি দেওয়া হবে মার্চ মাসে।
বিয়ের পর উত্তর কুমারের ভবানীপুরের বাড়িতেই গৌরবের সঙ্গে থাকবেন দেবলীনা। বিয়ের কেনাকাটি এবং শ্যুটিং নিয়ে আপাতত বেশ ব্যস্ত তাঁরা।