অবশেষে নিজেকে Single বলে দাবি রোশনের, শ্রাবন্তীর স্বামী কি তবে পরিস্থিতির 'শিকার'
First Published Jan 12, 2021, 4:36 PM IST
শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিংয়ের সম্পর্কে চিড় ধরা নিয়ে চারিদিকে নানা গুঞ্জন। সেই গুঞ্জন শুরু হয় গত বছর দুর্গাপুজোর পর থেকেই। জানা যায়, তাঁরা আর একসঙ্গে থাকছেন না। প্রথম ও দ্বিতীয় বিয়ের পর তৃতীয় বিয়েও ভাঙতে বসেছে শ্রাবন্তীর। মনের অমিল, কথা কাটাকাটি, সম্পর্কে ঠিক কী কারণে চিড় ধরল তা এখনও জানা যায়নি। কারণ ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলা একেবারেই বন্ধ করে দিয়েছেন শ্রাবন্তী। তাঁকে জিজ্ঞেস করা হলেও এ বিষয় মুখে কূলুপ এঁটেছেন তিনি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন