- Home
- Entertainment
- Bengali Cinema
- যত নষ্টের গোড়া দিতিপ্রিয়া, ত্রিকোণ প্রেম থেকে ইগোর লড়াই, গুঞ্জন উড়িয়ে একফ্রেমে মিঠাই-এর দুই হিরো
যত নষ্টের গোড়া দিতিপ্রিয়া, ত্রিকোণ প্রেম থেকে ইগোর লড়াই, গুঞ্জন উড়িয়ে একফ্রেমে মিঠাই-এর দুই হিরো
| Published : Aug 10 2021, 06:21 PM IST / Updated: Aug 10 2021, 06:34 PM IST
যত নষ্টের গোড়া দিতিপ্রিয়া, ত্রিকোণ প্রেম থেকে ইগোর লড়াই, গুঞ্জন উড়িয়ে একফ্রেমে মিঠাই-এর দুই হিরো
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
116
পর্দার রানিমার আজ জন্মদিন। সেদিনের ছোট্ট মেয়েটি আজ ১৯-এর তরুণী। সদ্য়ই দীর্ঘ ৪ বছরের যাত্রা শেষ করেছেন দিতিপ্রিয়া রায়। ছোটপর্দা নয়, এবার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করতে চলেছেন দিতিপ্রিয়া রায়। 'অভিযাত্রিক' দিয়েই বড় পর্দায় হাতেখড়ি দিতিপ্রিয়ারা। অন্যদিকে বেশ কিছু ছবির কাজও রয়েছে দিতিপ্রিয়ার হাতে।
216
গতে বাধা দীর্ঘ ৪ দিনের ইমেজকে ভেঙে চুরে এবার নয়া অবতার হাজির সকলের প্রিয় রানিমা। আটপৌরে শাড়ি, সাবেকি গয়না, কন্ঠীর মালা এসব এখন অতীত। রানিমোর খোলস ছেড়ে বয়েজ কাট চুল, সরু ফিতের পোশাক, হাই থাই স্লিটে ঝড় তুললেন দিতিপ্রিয়া রায়।
316
একদিনে নতুন কাজের গুঞ্জন অন্যদিকে রানিমার ইমেজ ভেঙে নিজেকে নতুন করে গড়ার প্রচেষ্টা। অষ্টাদশীকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। পাশাপাশি টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, গোপনে নাকি প্রেম করছেন সকলের প্রিয় রানিমা। খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে টলিউডে।
416
অনস্ক্রিন নাতি ভূপালের সঙ্গেই গোপনে নাকি প্রেম করছেন সকলের প্রিয় রানিমা। । সম্পর্ক গুঞ্জন নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টেলি অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং বিশ্বাবসু বিশ্বাসের বন্ধুত্ব নাকি অনেকটাই গভীর, এমনটাই সূত্রের খবর। অনস্ক্রিন দিদিমা ও নাতির সম্পর্ক নিয়েই জলঘোলা হচ্ছে।
516
অন্যদিকে আবার দিতিপ্রিয়া-বিশ্বাবসু -আদৃতের ত্রিকোণ প্রেম নিয়ে জোর চর্চা চলেছে টলিপাড়ায়। তার উপর গত মাসে মিঠাই ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই বিশ্বাবসুকে নিয়ে চর্চা আরও বেড়েছে।
616
টেলিপাড়ার গুঞ্জনে শোনা গিয়েছিল আদৃতের সঙ্গে ইগোর লড়াইয়ের জেরেই নাকি মিঠাই থেকে সরে গিয়েছিলেন বিশ্বাবসু। লড়াইয়ের কেন্দ্রে ছিলেন দিতিপ্রিয়া রায়।
716
গসিপ-প্রেমের গুঞ্জন- নতুন কাজ সব মিলিয়ে দিতিপ্রিয়াকে ঘিরে ঝামেলার সূত্রপাত জোরকদমে চলছে। অভিনেত্রীকে নিয়েই নাকি আদৃত বিশ্বাবসুর মধ্যে চলছে ইগোর লড়াই। তবে রানিমা-র জন্মদিনের দিনেই একফ্রেমে ধরা দিলেন মিঠাই-এর দুই হিরো আদৃত-বিশ্বাবসু।
816
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সকলকে মুহূর্তে চমকে দিয়েছেন আদৃত ও বিশ্বাবসু। সাদা কাউচের উপর রিল্যাক্স মুডে বসে রয়েছেন বিশ্বাবসু ও ফ্যাশনেবল আদৃত রায়।
916
ছবির ক্যাপশনে লেখা, 'এই পৃথিবীকে বাঁচানোর মুডে কে রয়েছে?' সঙ্গে একগুচ্ছ হ্যাশট্যাগ যেখানে লেখা, 'ব্রার্দাস', 'ফ্রেন্ডস', 'মুডস', 'গুড টাইম'।
1016
মিঠাইয়ের উচ্ছেবাবু ও প্রাক্তন স্যান্ডিকে দেখেই নেটিজেনদের প্রশ্ন, 'ইগোর লড়াই কি তবে থামল'। যদিও বিশ্বাবসুকে নিয়ে যেভাবে জলঘোলা হচ্ছে সেই প্রসঙ্গে দিতিপ্রিয়া সাফ জানিয়েছেন, বিশ্বাবসু তার পারিবারিক বন্ধু । আর কোনও সম্পর্ক নেই তাদের। তবে কিছুদিন আগেই প্রেমিকা অর্কজার সঙ্গে ব্রেকআপ হয়েছে বিশ্বাবসুর। তাতেই কি জল্পনা আরও গাঢ় হচ্ছে।
1116
গত রবিবারই সমস্ত গুঞ্জন উড়িয়ে পুরোনো মিঠাই পরিবারের সঙ্গে পার্টি-হুল্লোড়ে মজলেন বিশ্বাবসু মিত্র। পার্টির সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানেই দুই অভিনেতাকে খোশমেজাজে দেখা গেছে।
1216
মোদক পরিবারের আদৃত, তন্বী, বিশ্বজিৎ, ধ্রুব, লোপামুদ্রা, স্বাগতা, সৌরভ ছাড়া আদৃতের হবু বউ সুপ্রিয়াকেও দেখা গিয়েছে। জানা যাচ্ছে, পুরো পার্টির আয়োজন হয়েছিল আদৃত রায়ের বারুইপুরের বাগান বাড়িতে।
1316
মোদক পরিবারের সকলকে একসঙ্গে একফ্রেমে দেখা গিয়েছে। এবং অন্যদিকে টলিপাড়ার আদৃত ও বিশ্বাবসুকে নিয়ে যে বিতর্ক চলছিল তা যেন খানিকটা হলেও নস্যাৎ করলেন টলিপাড়র এই দুই অভিনেতা।
1416
তবে টলিপাড়ার টক অফ দ্য টাউন দিতিপ্রিয়াকে কিন্তু দেখা যায়নি এই পার্টিতে। এমনকী মিঠাই রানি-কেও চোখে পড়েনি দর্শকদের। চারিপাশে যাই হয়ে যাক না কেন, মোদক পরিবারের বন্ডিং আর একবার প্রমাণ করে দিল তারা কতটা একসূত্রে গাঁথা।
1516
সাদা-কালোয় ফিরে এসেছে সত্যজিৎ রায়ের অপু-অপর্ণা। পরিচালক শুভ্রজিৎ মিত্রের 'অভিযাত্রিক'-এ অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে।তবে সিনেমার আগে হইচই-এর জনপ্রিয় ওয়েবসিরিজ দিয়েই কামব্যাক করছেন দিতিপ্রিয়া।
1616
এবার ওয়েব প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন দিতিপ্রিয়া। হইচই-এর জনপ্রিয় ওয়েবসিরিজ তানসেনের তানপুরা-র তৃতীয় সিজনেই দেখা যাবে দিতিপ্রিয়াকে। ইতিমধ্যেই প্রস্তুতিও তুঙ্গে। এমনকী শুটিং নাকি শুরু হয়ে গেছে। তানসেনের তানপুরার তৃতীয় সিজনে বিক্রম চট্টোপাধ্যায় ও রূপসা চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকছেন রানিমা।