- Home
- Entertainment
- Bengali Cinema
- নতুন বছরে নতুন চমক দিতিপ্রিয়ার, প্রথম Story-তেই রইল 'রাসমণি'র সারপ্রাইজ
নতুন বছরে নতুন চমক দিতিপ্রিয়ার, প্রথম Story-তেই রইল 'রাসমণি'র সারপ্রাইজ
- FB
- TW
- Linkdin
সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ দিতিপ্রিয়া। নিত্যদিন শ্যুটিংয়ের আপডেট তেমন দেন না তিনি।
বরং অফস্ক্রিনে তাঁর জীবনটা কেমন, তাই বারে বারে তুলে ধরার চেষ্টা করেন দিতিপ্রিয়া।
এবারও তাই করলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন বছরের নতুন আপডেট নিয়ে তাক লাগালেন অভিনেত্রী।
নতুন বছর মানেই ফ্রেশ স্টার্ট। যার জেরে ২০২১-এর প্রথমদিনই নতুন লুকে হাজির হলেন দিতিপ্রিয়া।
নীল রঙের লং ড্রেস পরে আয়নার সামনে ধরা দিয়েছেন দিতিপ্রিয়া। হেয়ারস্টাইলেও এসেছে বদল।
বছরের প্রথম ইনস্টা স্টোরি পোস্ট করে মুগ্ধ করলেন অনুরাগীদের। ঘরের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে দিতিপ্রিয়া।
আয়নার সামনেই চলছে পোজিং সঙ্গে সেলফি ও সেলফি ভিডিও। গানের সঙ্গে সঙ্গেও হালকা কোমর দুলিয়েছেন তিনি।
২০২১-এর শুরুতেই চমক দিয়ে দিতিপ্রিয়া খুশি করলেন নিজের ভক্তদের। অনস্ক্রিনেও দিতিপ্রিয়ার ধারাবাহিক 'রাণী রাসমণি'তে আসছে নতুন চমক।