অদিতি মুন্সীর কোল আলো করে এল নতুন অতিথি! প্রথমবার মা হলেন গায়িকা, ছেলে হল না মেয়ে?

খুশির খবর অদিতি মুন্সীর জীবনে। জনপ্রিয় কীর্তনশিল্পী ও রাজাহাট-গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সী প্রথমবারের মতো মা হলেন। স্বামী দেবরাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সংসারে সদ্য এসেছে এক পুত্রসন্তান। 

নতুন অতিথির আগমনে আনন্দে ভরে উঠেছে গোটা পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, মা ও সন্তান দু’জনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার ঢল নেমেছে অদিতি ও দেবরাজের উদ্দেশে। সমাজমাধ্যমে অনুরাগী থেকে শুরু করে সহকর্মী ও রাজনৈতিক মহলের বহু মানুষ তাঁদের অভিনন্দন জানিয়েছেন। 

সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ অদিতি মুন্সী দীর্ঘদিন ধরেই কীর্তনশিল্পী হিসেবে শ্রোতাদের মন জয় করে এসেছেন। পাশাপাশি রাজনীতির ময়দানেও তিনি সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার জন্য পরিচিত। কাজের ব্যস্ততার মাঝেই জীবনের এই বিশেষ অধ্যায়ে পা রাখলেন তিনি। মা হওয়ার পর আপাতত পরিবার ও সন্তানের যত্নেই সময় কাটাতে চান অদিতি মুন্সী—এমনটাই জানা যাচ্ছে। নতুন ভূমিকায় তাঁকে ঘিরে শুরু হয়েছে জীবনের এক নতুন অধ্যায়, যা নিয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও।