- Home
- Entertainment
- Bengali Cinema
- প্রায় ১৫ বছরের বয়সের ফারাককে তোয়াক্কা নয়, ট্যাবু ভেঙে ভালবাসায় মগ্ন সোহিনী-সপ্তর্ষি
প্রায় ১৫ বছরের বয়সের ফারাককে তোয়াক্কা নয়, ট্যাবু ভেঙে ভালবাসায় মগ্ন সোহিনী-সপ্তর্ষি
- FB
- TW
- Linkdin
২০১২ সালে 'নান্দীকার'-এর একটি ওয়ার্কশপের বিজ্ঞাপন দেখে সেখানে গিয়ে উপস্থিত হন। সেখানে যেতেই প্রথম আলাপ হয় রুদ্রপ্রসাদ সেনগুপ্তের সঙ্গে।
অভিনয় জীবনের হাতেখড়ি সেখানেই। ব়্যাপ করতে করতে কখন যে অভিনয়, থিয়েটারের মঞ্চ তাঁকে হাতছানি দিয়েছে তা তিনি নিজেও বোঝেননি।
নান্দীকার-এ প্রবেশ করতেই অভিনয় জগতের পাশাপাশি শুরু হয় প্রেমের পথচলাও। আলাপ হয় সোহিনী সেনগুপ্তের সঙ্গে।
সোহিনীর অভিনয়ে মন্ত্রমুগ্ধ হন না এমন কোনও বিনোদনপ্রেমী মানুষ নেই। সেই তালিকায় উঠে এল সপ্তর্ষির নাম।
'মাধবী' নাটকে সোহিনীর অভিনয় কাছে থেকে দেখেই প্রেমে পড়েছিলেন সপ্তর্ষি। প্রেলালাপের মাঝে একবারের জন্যও আসেনি ১৪-১৫ বছরের বয়সের ফারাক।
তাঁরা দু'জন এই বয়সের ফারাক এড়িয়ে গেলেও এড়িয়ে যায়নি অনেকেই। সপ্তর্ষি সোহিনীর থেকে বয়সে ছোট বলেই নানা মন্তব্যই শুনতে হয় সোহিনীকে।
"সপ্তর্ষি নিজের যৌবন বয়সটাকে নষ্ট করে ফেলছে", এই ধরণের মন্তব্য প্রায়সই কানে আসে সোহিনীর।
যার জেরে মাঝে মধ্যে সোহিনী খানিক রেগেও যান সপ্তর্ষির উপর। বয়সে সোহিনী বড় হলেও সপ্তর্ষির ম্যাচিওরিটিতেই ভাঙে মান-অভিমানের পালা।