নতুন বছরে শুরুতেই কি শ্রাবন্তীকে কাছে চাইছেন রোশন, 'Insta' স্টোরিতে বাড়ছে জল্পনা
First Published Dec 21, 2020, 3:25 PM IST
তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ এখন শ্রাবন্তীর উপরে। সম্পর্কে ফাটল ধরেছে অনেকদিন আগেই। রোশন ও শ্রাবন্তীর ইনস্টাগ্রাম তা ভক্তদের জানান দিয়েছিল। ইনস্টাগ্রাম থেকে ছবি ডিলিট হওয়ার পর থেকেই জল্পনা ক্রমশ বাড়ছিল। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই চলছিল কদর্য আক্রমণ। তবে কি নতুন বছরে ফের শ্রাবন্তীকে কাছে পেতে চাইছেন রোশন। সম্প্রতি রোশনের ইনস্টা-স্টোরি তেমনই ইঙ্গিত দিচ্ছে নেটিজেনদের।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন