- Home
- Entertainment
- Bengali Cinema
- মিমি-নুসরতের বন্ধুত্বে চিড়, সত্যি কি ফাটল ধরল দুই সাংসদের Best friendship-এ
মিমি-নুসরতের বন্ধুত্বে চিড়, সত্যি কি ফাটল ধরল দুই সাংসদের Best friendship-এ
মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। টলিউডের বেস্ট ফ্রেন্ডস। একে অপরের যেন হরিহর আত্মা তাঁরা। তবে হঠাৎই যেন নেটদুনিয়ার নানা পোস্ট দিচ্ছে অন্য ইঙ্গিত। প্রিয় দুই বান্ধীর মধ্যে ধরেছে চিড়। এমনটাই অনুমান করছে মিমি এবং নুসরতের ভক্তরা। একে অপরের ছবিতে কমেন্ট করা, লাইক করা প্রায় বন্ধই করে দিয়েছেন দুই নায়িকা। তবে একে অপরের ইনস্টাগ্রাম ফলোয়িং লিস্টে রয়েছেন তাঁরা।

সম্প্রতি অভিনেত্রী পার্ণো মিত্রের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়েছে মিমির। যার জেরে মনে সন্দেহ জেগেছে সকলের।
মিমি এবং নুসরতের ক্রিপ্টিক সোশ্যাল মিডিয়া পোস্টেই সন্দেহপ্রকাশ করেছিল নেটিজেনরা।
বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেছিলেন নুসরত। যদিও তার পরিবর্তে মিমি কোনও পোস্ট শেয়ার করেননি।
নুসরতের সেই পোস্ট জুড়ে তাঁর এবং মিমির বন্ধুত্ব নিয়ে ওঠে প্রশ্ন। তবে কি মিমি তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
মিমি নুসরতকে একেবারেই কোনও পাত্তা না দিয়ে অন্য বেস্ট ফ্রেন্ড খুঁজে পেয়েছে। কুচবিহারে গিয়ে যেখানে নুসরতের ফোটোশ্যুট চলছে।
সেখানে পার্ণোর সঙ্গে সমুদ্রসৈকতে পার্টি মেজাজে মত্ত মিমি। দুই নায়িকা কখনই ভাল বন্ধু হতে পারে না।
এমনটা এক সময় ভুল প্রমাণ করে ছেড়েছিলেন মিমি ও নুসরত। তবে সেই সময় এখন অতীত।
তবে কি বিনোদন জগতের মিথই কি সত্য বলে প্রমাণ করতে চলেছে তৃণমূলের দুই নেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান।