এক্সেনট্রিক মডেল থেকে আফগানি বধূর রূপে জয়া, পাঁচ অবতারের রহস্যভেদ
- FB
- TW
- Linkdin
জয়া যে এমন এক্সেনট্রিক ফ্যাশনেও ধরা দিতে পারেন তার আইডিয়া একেবারেই ছিল না ভক্তমহলের।
গোলাপী রঙের শর্ট ড্রেস, সঙ্গে অ্যানিমাল প্রিন্টের জ্যাকেট এবং কম্পিলট মেসি হেয়ার লুকে ধরা দিয়ে অচেনা হয়ে উঠলেন জয়া।
এমনকি চুলে ফ্রন্ট ব্যাংস নিয়ে একেবারে বারবি ডলের সাজে দেখা গেল তাঁকে। গলায় রয়েছে ভারি স্টেটমেন্ট নেকপিস।
হটনেসেও তিনি মাত দিচ্ছেন তাবড় তাবড় অভিনেত্রীদের। সাদা শার্ট চিরকালে 'গো টু' পোশাকের মধ্যে শীর্ষে।
সেই সাদা শার্টেই নিজেকে মেলে ধরলেন জয়া। মেসি হেয়ার, হট প্যান্ট এবং ক্যানডিড পোজ।
এক কথায়, জয়াকে চেনা মুশকিল হয়ে গিয়েছে। বিসর্জন ছবির জয়া এবং এখনকার জয়ার মধ্যে যেন আকাশ পাতাল তফাত।
এক সাজ থেকেই একেবারে ভিন্ন সাজে নিজেকে বদলে ফেললেন জয়া। আফগানি বধূর সাজে দেখা গেল তাঁকে।
আফগানি গয়না দেখলেই মহিলাদের মধ্যে উত্তেজনা বাড়ে। সেই আফগানি গয়না দেখা গেল তাঁকে।
এছাড়াও তিনি সাধারণ ক্যাজুয়াল পোশাকেও নিজেকে মেলে ধরতে ভালবাসেন। অফ শোল্ডার টপে একেবারে ভিনন্তার স্বাদ এনে দিলেন অভিনেত্রী।