- Home
- Entertainment
- Bengali Cinema
- সৌজন্য-গুনগুনের প্রেমকাহিনি এবার হিন্দিতে, খড়কুটো ধারাবাহিক ঘিরে জল্পনা তুঙ্গে
সৌজন্য-গুনগুনের প্রেমকাহিনি এবার হিন্দিতে, খড়কুটো ধারাবাহিক ঘিরে জল্পনা তুঙ্গে
- FB
- TW
- Linkdin
বাংলার বহু ধারাবাহিক জায়গা করে নিচ্ছে বর্তমানে হিন্দি ছোট পর্দায়। গল্প ও চিত্রনাট্যের যোগান দিচ্ছে এবার টলিউড। ইতিমধ্যেই একাধিক বাংলা ধারাবাহিকের হিন্দি করা হয়েছে।
এবার পালা খড়কুটোর। সম্প্রতি এমনই খবর উঠে এলো সামনে। একের পর এক বিয়ের আসর, মজার এক জমাটি চিত্রনাট্য।
নেই নায়ক-খলনায়োকের কুটকাচালি, যাকে বলে নির্ভ্যাজাল পারিবারিক ধারাবাহিক, যা চুটিয়ে উপভোগ করছে দর্শক মহল।
টিআরপি-র দিকে নজর রেখেই নেওয়া এই সিদ্ধান্ত। শ্রীময়ী, মোহর ইতিমধ্যেই হিন্দিতে জায়গা করে নিয়েছে। সেই তালিকাতে এবার যুক্ত হতে চলেছে সৌজন্য-গুনগুন লাভ স্টোরি।
তবে এবার আর চিত্রনাট্য বিক্রি করা নয়, খড়কুটোর হিন্দি নিজেরা তৈরি করবেন শৈবাল বন্দ্যোপাধ্যায় আর লীনা গঙ্গোপাধ্যায়।
শীঘ্রই এই ধারাবাহিক নির্মাণের কাজে হাত দেবেন তাঁরা। মার্চ মাসেই কাজ শুরু হওয়ার কথা। এক সংবাদ মাধ্যমে এমনটাই জানান লীনা।
তবে কাস্টিং নিয়ে এখনও কিছু স্থির হয়নি, তেমন হলে বাংলার তারকাদেরও দেখা যেতে পারে এই ধারাবাহিকে।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।