- Home
- Entertainment
- Bengali Cinema
- শীতের আমেজে ছেলেকে চুম্বনে ভরিয়ে দিলেন মিমি, দুবাই থেকে ফিরতেই কীসে ব্যস্ত অভিনেত্রী
শীতের আমেজে ছেলেকে চুম্বনে ভরিয়ে দিলেন মিমি, দুবাই থেকে ফিরতেই কীসে ব্যস্ত অভিনেত্রী
- FB
- TW
- Linkdin
ছেলে ম্যাক্সকে নিয়ে বারান্দায় শীতের সকালের উপভোগ করছেন অভিনেত্রী তথা সাংসদ মিমি।
সেই ছবি তিনি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। মা-ছেলের ক্যানডিড মুহূর্তও ফুটে উঠেছে ক্যামেরায়।
ফের শীতের আমেজ পেয়ে বেজায় খুশি মিমি। পাশাপাশি ম্যাক্সকেও মিমির সঙ্গেই খুশির মেজাজে দেখা গিয়েছে।
কখনও ম্যাক্সের গায়ে মাথা রেখে আধশোয়া মিমি। বাইরের দিকে তাকিয়ে ম্যাক্স।
আবার কখনও তাঁকে আদরের চুম্বনে ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রী। ম্যাক্স ও চিকুকে আদর করার জন্য অবশ্য কখনই পিছপা হন না তিনি।
ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ভিড়। দুবাই থেকে বাড়ি ফিরেই মিমির চোখ কেবল খোঁজে চিকু ও ম্যাক্সকেই।
দুবাইতে থাকাকালীন নিজের দুই পোষ্যকে চোখে হারিয়েছিলেন মিমি। অবশেষে কাছে পেয়েছেন তাঁদের।
অঙ্কুশ হাজরা সেখানে কমেন্ট করেছেন, ম্যাক্স কেন এমন মন খারাপ করে তাকিয়ে। যদিও ছবির অ্যাঙ্গেলের জন্যই হয়তো তেমন মনে হয়েছে অভিনেতার।