বিয়ে ও সম্পর্কের তিক্ততায় ক্লান্ত মিমি, সুখ ও টাকা-পয়সা নিয়েই মগ্ন থাকতে চান সাংসদ-অভিনেত্রী
First Published Jan 11, 2021, 4:12 PM IST
টলিউডে যেখানে বিয়ে থেকে সম্পর্কে তিক্ততা, এই ধরণের খবরেই ভরে যাচ্ছে, সেখানেই মিমি চক্রবর্তী নিজেকে নিয়ে চূড়ান্ত ব্যস্ত। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, মন কষাকষি, এসবে নিজেকে হারিয়ে ফেলতে চান না মিমি। এর আগেও নিজের লাইভ ভিডিওতে, বিয়ে নিয়ে নিজের মতামত প্রকাশ্যে এনেছিলেন। এক ভক্তকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছিলেন, এসবের জন্য একেবারেই কোনও চিন্তা
ভাবনা করছেন না। এমনকি বিয়ে নিয়ে ভাবার বিন্দুমাত্র উৎসাহ বা সময় তাঁর নেই।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন