- Home
- Entertainment
- Bengali Cinema
- বিয়ে ও সম্পর্কের তিক্ততায় ক্লান্ত মিমি, সুখ ও টাকা-পয়সা নিয়েই মগ্ন থাকতে চান সাংসদ-অভিনেত্রী
বিয়ে ও সম্পর্কের তিক্ততায় ক্লান্ত মিমি, সুখ ও টাকা-পয়সা নিয়েই মগ্ন থাকতে চান সাংসদ-অভিনেত্রী
| Published : Jan 11 2021, 04:12 PM IST
বিয়ে ও সম্পর্কের তিক্ততায় ক্লান্ত মিমি, সুখ ও টাকা-পয়সা নিয়েই মগ্ন থাকতে চান সাংসদ-অভিনেত্রী
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
তবে কি বিয়েতে ঘৃণা ধরে গিয়েছে মিমির। এই বিষয় যদিও মিমি খোলসা করে কিছুই বলেননি।
28
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন। যা নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছে।
38
পোস্টে লেখা, "আমি এখন তিনটে জিনিসের উপর কাজ করে যাচ্ছি। নিজের উপর, নিজের খুশির উপর এবং নিজের ধনসম্পদের উপর।"
48
পোস্টটি শেয়ার করে মিমি এটাই বোঝাতে চেয়েছেন, যে তিনি নিজের উপরেই এখন বেশি ফোকাস করতে চান।
58
নিজের সুখ, আনন্দ, খুশি নিয়ে ব্যস্ত থাকতে চান মিমি। নিজের জীবনে কেবল আনন্দই দেখতে চান তিনি।
68
তৃতীয় বিষয়টি হল ধনসম্পদ। পেশাগত জীবনে আরও এগিয়ে যেতে চান তিনি।
78
নিজের অভিনয় গুণই নয়, ধনসম্পদের দিক থেকে আরও এগিয়ে যেতে চান সাংসদ অভিনেত্রী মিমি।
88
চারিদিকে বিয়ে এবং সম্পর্কের তিক্ততা দেখেই কি এই সিদ্ধান্ত মিমির। নাকি নতুন বছরে নতুন রেজোলিউশন নিয়ে এগোলেন মিমি।