- Home
- Entertainment
- Bengali Cinema
- শ্রাবন্তীর জীবনে Sweet heart-এর আগমণ, মিমিরও নজরও তারই দিকে, কে এই Dolu
শ্রাবন্তীর জীবনে Sweet heart-এর আগমণ, মিমিরও নজরও তারই দিকে, কে এই Dolu
- FB
- TW
- Linkdin
সম্পর্কের টানাপোড়েনকে ভুলে এগিয়ে যেতে চাইছেন শ্রাবন্তী। দুঃখ কষ্ট ভুলে এখন ঘনিষ্ঠমহলের কিছু মানুষদের নিয়ে সময় কাটাচ্ছেন।
সম্প্রতি তাঁর বাড়িতে আগমণ হয়েছে খুদে মেহমানের। শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই তেমনটাই মনে হচ্ছে।
ডোলু তার নাম। খুদেকে নিয়ে বেজায় ব্যস্ত শ্রাবন্তী। তাকে নিয়ে খেলা, ঘুম পাড়ানো, ভিডিও করা সবেতেই রয়েছেন তিনি।
শ্রাবন্তীর একজন কাছের বান্ধবীর মেয়ে হল ডোলু। যার মিষ্টতায় পাথরও গলে জল হয়ে যাবে।
তার সঙ্গে একটি ভিডিও শ্যুট করেছেন শ্রাবন্তী। যেখানে তাঁকে কথা বলানোর চেষ্টা করে চলেছেন শ্রাবন্তী।
সেও মনের আনন্দে হেসেই চলেছে ক্যামেরা দেখে। মা-কে ছেড়ে নেই কোনও কান্নাকাটির পর্ব।
বরং শ্রাবন্তীর সঙ্গে মিলে মিশে গিয়েছে সে। ডোলুর মিষ্টতায় নজর গিয়েছে মিমিরও। অভিনেত্রী মিমি চক্রবর্তী মন্তব্য করেই ফেললেন অবশেষে।
কী মিষ্টি, কে এটা। এই প্রশ্ন করতেই শ্রাবন্তীও জবাব দেন, তাঁর বান্ধবীর মেয়ে। ডোলুর কিউটনেসে শ্রাবন্তীর পাশাপাশি মিমিও একেবারে ঘায়েল।