দুবাই যেতেই 'প্রেমে' পড়লেন মিমি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ভ্রমণের রহস্য
First Published Jan 3, 2021, 2:55 PM IST
অভিনয়ের জগতে হোক বা রাজনীতির ময়দানে। মিমি চক্রবর্তীর দাপট ছড়িয়ে চারিদিকে। সেই দাপটের সাহায্যেই তিনি আজ সেরার সেরা। সেই দাপট নিয়ে তিনি হাজির দেশের বাইরে। দুবাই-এ গিয়েছিলেন ২০২০-র শেষে দিনগুলি কাটাতে। নতুন বছরের প্রথম কয়েকটা দিন সেখানে কাটানোর প্ল্যান করে ফেলেছেন তিনি। দুবাইয়ের মনোরম পরিবেশে ভুলেছেন করোনা আবহের কথা। সমস্ত চিন্তা মুছে দিয়ে এখন তিনি দুবাইয়ে নিজের গ্ল্যামার ছড়িয়ে বেড়াচ্ছেন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন