- Home
- Entertainment
- Bengali Cinema
- দুবাই যেতেই 'প্রেমে' পড়লেন মিমি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ভ্রমণের রহস্য
দুবাই যেতেই 'প্রেমে' পড়লেন মিমি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ভ্রমণের রহস্য
- FB
- TW
- Linkdin
মিমির সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলেই নিঃসন্দেহে বলা যেতে পারে যে মিমি দুবাইয়ের প্রেমে পড়ে গিয়েছেন।
সেখানকার রোম্যান্টিক আবহাওয়ায় যেকোনও মানুষেরই প্রেমে পড়াটাই স্বাভাবিক।
দুবাইয়ে পা রাখার পর থেকেই প্রতিটি আপডেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছেন মিমি।
এবারেও বরাবরের মত নিজের গ্ল্যামার ছড়ালেন চারিদিকে। কালো রঙের ট্যাঙ্ক টপ সঙ্গে ডেনিম জিনস।
স্ট্রেট করা চুল, ন্যুড মেকআপ, হালকা অ্যাকসেসরিজ। অল্প সাজেই বলিউডের গ্ল্যামারকেও হার মানালেন তিনি।
সম্প্রতি নিজের এই লুকের কারণে যথেষ্ট প্রশংসা কুড়োলেন অভিনেত্রী। তাঁকে দেখে চোখ ফেরাতে পারছে না নেটিজেন।
দুবাইয়ের নাইটলাইফকেও ক্যাপচার করে ফেলেছেন ভিডিওতে। রাতের শহরকে একটি পাব কাম রেস্তোরাঁর মধ্যে থেকে তুলে ধরেছেন।
কাঁচের দেওয়ালের ওপারে দুবাইয়ের অসামান্য আর্কিটেকচার। যআ দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে নেটিজেনদের।
ভোরবেলাও দুবাইয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন মিমি। যানজটহীন রাস্তায় চলছে মিমির গাড়ি। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাংসদ তথা অভিনেত্রী।