- Home
- Entertainment
- Bengali Cinema
- অপেক্ষার আর মাত্র ২ দিন, বিয়ের পিঁড়িতে বসার আগেই মিমি-ওমের এলাহী আইবুড়োভাত
অপেক্ষার আর মাত্র ২ দিন, বিয়ের পিঁড়িতে বসার আগেই মিমি-ওমের এলাহী আইবুড়োভাত
নতুন বছরের প্রথম দিনই রেজিস্ট্রি বিয়ের সুখবরটি দিয়ে ফেলেন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে। শুরু হয়ে গিয়েছে তাঁদের আইবুড়োভাত পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্ব আইবুড়োভাত সেরে ফেলে তৃতীয় পর্বও কমপ্লিট ওম এবং মিমির। কখনও কারও বাড়িতে আবার কখনও রেস্তোরাঁয় এভাবেই একসঙ্গে বসেই চলছে তাঁদের আইবুড়োভাত। বিয়ের নানা অনুষ্ঠানের মাঝেই চলছে উদ্দাম প্রেম।
| Published : Jan 31 2021, 03:07 PM IST / Updated: Jan 31 2021, 03:12 PM IST
- FB
- TW
- Linkdin
)
এই প্রেমের জেরেই ঘনিষ্ঠতায় মত্ত হলেন দু'জনে। বলিউডের গানে কোমর দুলিয়ে নাচলেন দু'জনে।
)
সেই ভিডিও পোস্ট করেছিলেন মিমি। এই ভাইরাল নাচের পাশাপাশি তাঁদের আইবুড়োভাতের নানা পোস্টও হয়েছে ভাইরাল।
)
তাঁদের আইবুড়োভাতের পর্ব যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। একের পর এক কাছের মানুষদের থেকে আইবুড়ভাত পেয়েই চলেছেন হবু দম্পতি।
)
এবারও পেলেন এলাহী আয়োজন করা আইবুড়োভাত। সোফায় বসে মিমি এবং ওম। সামনে সাজানো একাধিক লোভনীয় বাঙালি পদ।
)
চার রকমের ভাজা, সিদ্ধ ভাত, লেবু কাঁচালঙ্কা তো রয়েইছে। অন্যদিকে দু'রকমের মাছ ও মুরগীর ঠ্যাং-ও গিয়েছে নজর। দই মাছ, কাজু বাদাম বাটা দিয়ে তৈরি করা মাংস।
)
সুক্ত, ডাল, পনিরও ছিল সঙ্গে। এসবের পাশাপাশি সাজানো রয়েছে মিষ্টিও। চাটনিস, মিষ্টি দই, বেকড রসগোল্লা, সন্দেশ। বান্ধবীর আইবুড়োভাতে কোনও কিছুর ত্রুটি রাখেননি অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরি।
)
কাগজে কলমে এখন তাঁরা বৈধভাবে স্বামী স্ত্রী। রেজিস্ট্রি বিয়ে সেরে শেয়ার করছিলেন ছবি। ২০২১-র প্রথমদিনেই শুভকাজ সেরে ফেলেন ওম এবং মিমি।
)
করোনা আবহকে মাথায় রেখেই, ছোটখাটো জলসার আয়োজন করেছিলেন মিস্টার এবং মিসেস সাহানি। বহু বছরের সম্পর্ক এবার পেল নতুন নাম। আগামী ৩ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা।