মোহরকে সমুদ্র ডুবিয়ে মারার চেষ্টা, ফের শঙ্খ ও তার মিলনে বাধা
- FB
- TW
- Linkdin
ফের ভালবাসার ফুল ফুটতে না ফুটতেই আরও এক বিপদ নেমে এল মোহরের জীবনে। তাকে এবার খুন চেষ্টা করা হল।
সমুদ্রসৈকতে কলেজের পিকনিকে গিয়েই বিপদে পড়ে মোহর। সমুদ্রের জলে তাকে ডুবিয়ে মারতে চায় একদল ছাত্র ছাত্রী।
সমুদ্র স্নান করতে নেমেছিল কলেজের সকল ছাত্র ছাত্রীরা। তাদের সঙ্গে মোহরও।
স্নান করতে করতে অনেকটা দূরে চলে যায় তারা। বিচে বসেছিল শঙ্খ। সমুদ্রের দিকে অর্থাৎ মোহরের দিকে চোখ রেখেছিল সে।
সেখান থেকেই মোহরকে জলের মধ্যে ছটফট করতে দেখে শঙ্খ। সময় নষ্ট না করেই সমুদ্রে নেমে মোহরকে বাঁচায় সে।
প্রতিপদে বাধা। মোহরের প্রাণ সংশয় নিয়ে ভয় শঙ্খরও। মোহরকে রক্ষা করেও চিন্তা যায়নি শঙ্খর মন থেকে।
মোহরকে নিয়ে সে এক পাও অন্য কোথাও রাখতে পারছে না। শ্রেষ্ঠা অন্যদিকে সমস্ত ঘটনার সাক্ষী থাকে।
তারপরই অন্য এক ষড়যন্ত্র তৈরি করার পরিকল্পনায় রয়েছে। শঙ্খর থেকে মোহর কি আবারও দূরে চলে যাবে।