মনামীর সিঁথি ভর্তি সিঁদুর, তবে কি বিয়ের সেরেছেন চুপিসারে
- FB
- TW
- Linkdin
বিভিন্ন ধরণের বিনোদনের পাশাপাশি নিজের সৌন্দর্যের সাতকাহনও পেশ করেন অভিনেত্রী।
ফ্যাশনিস্তা হিসেবেও তিনি রীতিমত জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। মনামীর দেশি এবং বিদেশি উভয় লুকে মুগ্ধ সাইবারবাসী।
তবে সম্প্রতি যে ফোটোশ্যুটের ছবি তিনি পোস্ট করলেন তা দেখে মনামীর বিয়ে নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
সিঁথিতে সিঁদুর জ্বলজ্বল করছে। বাঙালি বধূর সাজে সেজে উঠেছেন মনামী।
নীল রঙের চান্দেরি শাড়ি, গোলাপি রঙের ব্লাউজ। হাতে আলতা, শাঁখা পলা, সোনার গয়না।
একেবারে যেন বাঙালি বনেদি পরিবারের বউমা। পুরনো আমলের সাজেই নিজেকে মেলে ধরলেন মনামী।
মনামীকে আগে এমন রূপে আগে দেখা যায়নি। তাঁকে বরাবরই সাধারণ শাড়ি কিংবা জিনসে টিশার্টে দেখা যায়।
তাঁর এই বধূবেশে ফোটোশ্যুট দেখেই বিয়ে নিয়ে শুরু হয়েছে প্রশ্ন। কবে বিয়ে করছেন মনামী, ভক্তদের এই প্রশ্নের ঠেলায় মাঝে মধ্যে তিতিবিরক্তও হয়ে ওঠেন অভিনেত্রী।