- Home
- Entertainment
- Bengali Cinema
- 'ফ্ল্যাট অ্যাবস-টোনড ফিগার'-এ ছক্কা হাঁকাচ্ছেন মিমি, কী কী থাকে ডায়েটে, ফাঁস 'ফিটনেস সিক্রেট'
'ফ্ল্যাট অ্যাবস-টোনড ফিগার'-এ ছক্কা হাঁকাচ্ছেন মিমি, কী কী থাকে ডায়েটে, ফাঁস 'ফিটনেস সিক্রেট'
- FB
- TW
- Linkdin
টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী একের পর এক ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া মাত করে রেখেছেন। সাংসদ অভিনেত্রীকে নিয়ে সবসময়েই সরগরম সোশ্যাল মিডিয়া।
একদিকে অভিনেত্রী অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। এত কিছুর মধ্যেও ফিটনেস নিয়ে বেশ সচেতন অভিনেত্রী।
সম্প্রতি সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, শুটিং ফ্লোর, বাড়ি, অফিস সব সামলেও ফিটনেস নিয়ে তিনি বেশে সচেতন।
ডায়েটে বিশ্বাস করেন না মিমি। কারণ বাড়ির ভাত, ডাল, তরকারিই মিমির প্রথম পছন্দ। এবং মাছ-মাংসের থেকে নিরামিষ খাবার অনেক বেশি পছন্দের অভিনেত্রীর।
স্যালাড খেতে যে খুব ভালবাসেন তাও নয়, কারণ কলকাতায় লেটুস অতটা ভাল পাওয়া যায় না। তাই কলকাতায় থাকলে খুব একটা স্যালাড খান না মিমি।
চিজ খেতে ভীষণ ভালবাসেন মিমি। তার প্রতিদিনের খাবারে চিজ, ঘি থাকে মিমির মেনুতে।
মিষ্টি খেতেও ভীষণ ভালবাসে মিমি। তাই মিষ্টি দেখলে একদম লোভ সামলাতে পারেন না অভিনেত্রী।
লকডাউনেও নিয়ম করে শরীরচর্চা করেছেন মিমি। যোগা, স্ট্রেচিং সমস্ত কিছুই তিনি চালিয়ে গেছেন সমান ভাবে।