'এটা বিয়ে নাকি হোলি খেলা', সিঁথির মাঝখানে নেই সিঁদুর, হিন্দুধর্মের অবজ্ঞা করেছেন অনির্বাণ-মধুরিমা
First Published Nov 27, 2020, 12:15 PM IST
অনির্বাণ ভট্টাচার্য এবং মধুরিমা গোস্বামীর বিয়ের খবরই এখন সংবাদ শিরোনামে। ঘনিষ্ঠ মহলের লোকজনদের নিয়েই বিয়ে সেরেছেন অনির্বাণ ও মধুরিমা। কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়, ডিজাইনার পোশাক নয়, আরম্বড়ও তেমন নেই। সাধারণ ভাবে বিয়ে সেরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে টলিউড অভিনেতা। দু-একটা ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লাখ খানেক মহিলাদের মন ভেঙে দিয়েছে সেই ছবি। বাংলার ক্রাশ অনির্বাণের বিয়ে হয়ে যেতে দেখে মনে আঘাত পেয়েছে তারা। তাদের মজার কমেন্ট পড়েছে সেই বিয়ের পোস্টগুলিতে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন