- Home
- Entertainment
- Bengali Cinema
- 'এটা বিয়ে নাকি হোলি খেলা', সিঁথির মাঝখানে নেই সিঁদুর, হিন্দুধর্মের অবজ্ঞা করেছেন অনির্বাণ-মধুরিমা
'এটা বিয়ে নাকি হোলি খেলা', সিঁথির মাঝখানে নেই সিঁদুর, হিন্দুধর্মের অবজ্ঞা করেছেন অনির্বাণ-মধুরিমা
- FB
- TW
- Linkdin
তবে এগুলি তাও ইতিবাচক দিক। অনির্বাণের বিয়ে নিয়ে ইতিমধ্যেই একাধিক লোকজন এগিয়ে এসেছে মরাল পুলিসিং করতে।
যে সকল ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে রে রে করে উঠেছে তারা। চটে যাওয়ার কারণ খানিক হাস্যকরই বটে।
ছবিতে দেখা যাচ্ছে মধুরিমার মাঝখানে সিঁথে হয় না। তাই ডানদিকের করা সিঁথিতেই সিঁদুরদান করেছেন অনির্বাণ।
ছবিতে দেখা যাচ্ছে মধুরিমার মাঝখানে সিঁথে হয় না। তাই ডানদিকের করা সিঁথিতেই সিঁদুরদান করেছেন অনির্বাণ।
এভাবে সাইডের সিঁথিতে সিঁদুর পরানো নাকি হিন্দু ধরুমের অবজ্ঞা করা। অনির্বাণ এবং মধুরিমা নাকি তাই করেছেন।
মধুরিমার রূপ, ভিডিওতে তাঁর ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে সেই একদল নেটিজেন।
তাঁদের বিয়েতে শুভেচ্চাবার্তা একরাশ থাকলেও, সমালোচনা বাড়ছে ক্রমশ। মানুষ যে কোনও শুভ অনুষ্ঠানেও নিমেষে খুঁত বের করতে পারে, এ তারই প্রমাণ।
যদিও সেই একদল নেটিজেনদের বিরুদ্ধে ক্রমাগত লড়ে গিয়েছে আরও কয়েকজন সাইবারবাসী।
অনির্বাণ ও মধুরিমার বিয়েতে শুভেচ্ছাবার্তাই কাম্য, কোনও সমালোচনা কিংবা নোংরা মন্তব্য নয়। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে যুদ্ধক্ষেত্রে।