- Home
- Entertainment
- Bengali Cinema
- নুসরতের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্রমশ, শহর ছেড়েই কি এবার চলে গেলেন নিখিল
নুসরতের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্রমশ, শহর ছেড়েই কি এবার চলে গেলেন নিখিল
- FB
- TW
- Linkdin
কীভাবে এল সম্পর্কের মধ্যে এই তিক্ততা। সূত্রের খবর 'SOS কলকাতা' ছবির শ্যুটিং করতে গিয়েই নাকি তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে।
যদিও এর আগে তাঁরা কিছু ছবিতে একসঙ্গে কাজ করেছেন। সেই সময় নুসরত এবং যশকে নিয়ে তেমন কোনও গুঞ্জন টলিপাড়ায় ছড়ায়নি।
পুজোর পর দীপাবলি অবধি নিখিলের সঙ্গে সময় কাটিয়েছিলেন নুসরত। তারপর থেকেই আলাদা থাকছেন তাঁরা। নুসরতের সঙ্গে দূরত্ব বেড়েই চলেছে।
তবে কি এই দূরত্বের চাপেই শহর ছাড়লেন নিখিল। বর্তমানে কলকাতায় নেই তিনি। নিজের ইনস্টা স্টোরিতে হাইওয়ে ধরে কোথাও যেন যাচ্ছেন তিনি।
একটি পার্সের মত জিনিস ঝুলছে গাড়ির মিরর গ্লাসে। সেখানে লেখা 'হরিয়ানভি'। ছবিটি শেয়ার করে হ্যাশট্যাগে নিখিল লিখেছেন #backtoroots.
অর্থাৎ শিকরে ফিরে যাওয়া। তবে কি শহর ছেড়ে অন্য কোথাও চলে গেলেন নুসরতের স্বামী। ছবিটি হরিয়ানাতে তোলা নাকি কলকাতাতেই সে বিষয় কিছু স্পষ্ট জানা যায়নি।
তবে তিনি নুসরতকে বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছে বলেই দাবি নেটিজেনদের। সম্প্রতি কর্ম (Karma) নিয়েও একটি পোস্ট করেছেন তিনি।
সানগ্লাস, ডেনিম জ্যাকেটট পরে ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, "মানুষ যেভাবে তোমার সঙ্গে ব্যবহার করবে তা হল তাদের কর্মফল। আর তুমি কীভাবে জবাব দেবে তা তোমার কর্মফল।"